মঙ্গলবার, ২৩ জুন ২০১৫
পাঁচ কেজি আমের দামে এক কেজি বেগুন
Home Page » আজকের সকল পত্রিকা » পাঁচ কেজি আমের দামে এক কেজি বেগুনবঙ্গনিউজ ডটকমঃ অস্বাভাবিক বেড়েছে। পাঁচ কেজি সুস্বাদু ও রসালো আম বিক্রি করেও এক কেজি বেগুন জুটছে না। গত ১ রমজান থেকে জেলার ৯টি উপজেলার প্রতিটি হাট-বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। পক্ষান্তরে উপজেলার হাট-বাজারে প্রতি কেজি স্থানীয় জাতের আম বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা কেজি দরে। চাটমোহর উপজেলার মথুরাপু গ্রামের জয়নাল বলেন, বাড়িতে সখ করে স্থানীয় জাতসহ ক্ষিসসা, ল্যাংড়, গোপাল ভোগ, আমলুপালী ও ফজলি আমের বাগান করে ছিলাম। বাগানে আমও ধরেছিল বেশ ভাল। কিন্তু হাট-বাজারে আমের দাম নেই। আমের চেয়ে বেগুনের দাম অনেক বেশি। বর্তমান বাজার মূল্যে ৪/৫ কেজি স্থানীয় জাতের আম বিক্রি করে এক কেজি বেগুন কিনতে হচ্ছে। তাছাড়া হাট-বাজারে ক্ষিসসা, ল্যাংড়া, আমলুপালী এবং গোপাল ভোগসহ উন্নত জাতের আমের চেয়েও বেগুনের দাম অনেক বেশি। এ সব উন্নত জাতের আমও ২৫ থেকে সর্বোচ্চ ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা বেগুনের দামের চেয়ে অনেক কম। ফলে বাজারে এখন বেগুনই যেন মূল্যবান পণ্য। চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রওশন আলম প্রতিবেদককে বলেন, এবার চলনবিল অঞ্চলের প্রায় ৮০ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়েছে। আমের ফলনও ভাল। তাই দাম একটু কম। তবে এই অবস্থা সাময়িক।
বাংলাদেশ সময়: ১৪:১০:১৭ ৪০৯ বার পঠিত