মঙ্গলবার, ২৩ জুন ২০১৫

ভারতীয় ক্রিকেটারদের ভদ্রতার প্রশিক্ষণ নিতে বললেন আসিফ

Home Page » এক্সক্লুসিভ » ভারতীয় ক্রিকেটারদের ভদ্রতার প্রশিক্ষণ নিতে বললেন আসিফ
মঙ্গলবার, ২৩ জুন ২০১৫



10_11.jpgবঙ্গনিউজ ডটকমঃ স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

এতে তিনি আজো বাংলাদেশ ভারতে খেলার আমন্ত্রন পায়নি উল্লেখ করে বলেন, এতোদিন দাওয়াত চেয়েছি ,এখন প্রতিশোধ নিতে হলেও দাওয়াত দিতে বাধ্য থাকবে। ছেলেরা প্রস্তুত।

তার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

আস্থার প্রতিদান দিলো তারুণ্য । এই তারুণ্যই এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে । তেতাল্লিশ বছরের জঞ্জাল সরাতে প্রস্তুত আমাদের তরুন প্রজন্ম। আমরা ঘোলা পানিতে বেড়ে উঠলেও তরুন প্রজন্মের চোখে শুধুই স্বচ্ছ নীল জলরাশি । তাইতো গেয়ে যাই তারুণ্যের গান। বিদ্রোহী কবির সান্নিধ্য পেলে অনুরোধ করতাম কবিতাটি একটু ঘুরিয়ে উপস্থাপন করার জন্য - ‘ হে তারুণ্য - তুমি মোরে করেছো মহান , তুমি মোরে দানিয়াছো পতাকার সম্মান ‘ ।

মোস্তাফিজ বনাম ভারতের সিরিজে পরিষ্কার জয় পেয়েছে বাচ্চা বাঘ মোস্তাফিজ ।ব্যাঘ্রকুলের সরদার কাপ্তান মাশরাফি তো বলেই দিয়েছে -ভাগ্য সাহসীদের পক্ষেই থাকে । মুশফিক,তামিম,সাকিব, সৌম্য,লিটন দাশ ,নাসির,সাব্বির,রুবেল,তাসকিন,মোস্তাফিজ প্রমান করেছে তারাই সেরা । আমরা অবাক বিস্ময়ে হাসি কাঁদি ।

বাংলাদেশের মানুষ অতিথি পরায়ন । উষ্ণ সরল আতিথেয়তা প্রদান আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য । এই সরলতাকে দুর্বলতা ভাবলে অতিথি হবে সীমালঙ্ঘনকারী । ক্রিকেট ভদ্রলোকের খেলা । ভারতীয় ক্রিকেটারদের যোগ ব্যায়ামের পরিবর্তে ভদ্রতার প্রশিক্ষন নেয়া দরকার । যুগে যুগে দাম্ভিকতার রেকর্ড শুধুই পতনের । আজো বাংলাদেশ ভারতে খেলার আমন্ত্রন পায়নি।এতোদিন দাওয়াত চেয়েছি ,এখন প্রতিশোধ নিতে হলেও দাওয়াত দিতে বাধ্য থাকবে। ছেলেরা প্রস্তুত।

অভিনন্দন টীম বাংলাদেশ । কোচিং স্টাফদের প্রতি কৃতজ্ঞতা । নির্বাচকদের জন্য অফুরন্ত ভালোবাসা ।বাংলাদেশ ক্রিকেট বোর্ড কে ধন্যবাদ ।দেশের সর্বস্তরের মানুষের হৃদয়ের বিভিন্ন রকম অনুভুতি একই স্রোতে গিয়ে মিশেছে । সাব্বাশ বাংলাদেশ । দৃষ্টি প্রসারিত শুধুই অসীমের দিকে ।

পাদটীকা ইন্ডিয়ার জন্য - আগের দিন নাইরে নাতি, খাবলাইয়া খাবলাইয়া চিনি খাইতি। ( কুমিল্লা ভার্সন )

বাংলাদেশ সময়: ১৪:০৮:০০   ৩৪৮ বার পঠিত