মঙ্গলবার, ২৩ জুন ২০১৫

চলে গেলেন মাদার তেরেসার উত্তরসূরি সিস্টার নির্মলা

Home Page » আজকের সকল পত্রিকা » চলে গেলেন মাদার তেরেসার উত্তরসূরি সিস্টার নির্মলা
মঙ্গলবার, ২৩ জুন ২০১৫



1_89135.jpgবঙ্গনিউজ ডটকমঃ চলে গেলেন মাদার তেরেসার সার্থক উত্তরসূরি সিস্টার নির্মলা জোশি। মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮১ বছর।

শান্তিতে নোবেলজয়ী মাদার তেরেসার মৃত্যুর পর ১৯৯৭ সালে মিশনারিজ অব চ্যারিটির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নির্মলা জোশি।

নির্মলা জোশির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়সহ ভারতের শীর্ষ রাজনীতিকরা।

টুইটার পেজে মোদি লিখেছেন, ‘নির্মলার জীবন সেবা, দারিদ্র এবং সুবিধাবঞ্চিতদের প্রতিপালনে উৎসর্গকৃত ছিল। তার মৃত্যুতে শোক প্রকাশ করছি। তার আত্মা শান্তিতে থাকুক।’

আরেক টুইটে মোদি বলেছেন, ‘সিস্টার নির্মলার মৃত্যুতে চ্যারিটি পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তার টুইটার পেজে লিখেছেন, ‘মাদার তেরেসার পর মিশনারিজ অব চ্যারিটিকে নেতৃত্ব দেওয়া সিস্টার নির্মলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।’

ব্রিটিশ ভারতের বিহার ও উড়িষ্যা রাজ্যের রাঞ্চিতে ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন নির্মলা জোশি। তিনি ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় নাগরিক ছিলেন। তবে ১৯৪৭ সালে তিনি শুধু ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন। জন্মসূত্রে তিনি হিন্দু। তবে ১৯৫৮ সালে খ্রিষ্টান ধর্মে দিক্ষীত হন তিনি।

মিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে তিনি মাদার তেরেসার সান্নিধ্যে আসেন। ভারতে ও বিদেশে বিভিন্ন মিশনের নেতৃত্ব দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩:৩৪:৪৯   ৩৩৫ বার পঠিত