মঙ্গলবার, ২৩ জুন ২০১৫

যে কারণে মুস্তাফিজের বলে দ্রুত আউট হয়ে যাচ্ছেন ব্যাটসম্যানরা

Home Page » আজকের সকল পত্রিকা » যে কারণে মুস্তাফিজের বলে দ্রুত আউট হয়ে যাচ্ছেন ব্যাটসম্যানরা
মঙ্গলবার, ২৩ জুন ২০১৫



1435036348takamtnews24.jpgবঙ্গনিউজ ডটকমঃ দলে সুযোগ পেয়েই অনন্য ক্রিকেট খেলেন বিস্ময় বালক মুস্তাফিজ। তার বোলিংয়ে ভারতের ব্যাটিং লাইন আপে ধস নামে। অন্যরা যেখানে ব্যর্থ মুস্তাফিজ সেখানে সফল। আর এবার বেরিয়ে এল বোলিংয়ে তার সফল হওয়ার রহস্য। মুস্তাফিজের বলে আউট হওয়া ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার বলেছেন তার বলের ধরন আমরা বুঝে উঠতে পারি না।

আর এর রহস্য জানালেন সাবেক ফাস্ট বোলার ও বোলিং কোচ সরওয়ার ইমরান। মুস্তাফিজুরের বোলিংয়ের বৈশিষ্ট্য হলো স্লোয়ার ও কাটার। স্লোয়ার আন্তর্জাতিক ক্রিকেটে এখন সর্বাধিক ব্যবহৃত। অন্যদিকে কাটারও ক্রিকেটে মোটেও বিরল কিছু নয়। কিন্তু মুস্তাফিজ কেন সফল, মূল রহস্যটা আসলে কি?

হ্যাডলি, ইমরানের মতো কিংবদন্তিরা তো বটেই, কিছুদিন আগের ভেঙ্কটেশ প্রসাদ বা এখনকার মিশেল জনসনও কাটার করে থাকেন। ব্যাখ্যাটা দিলেন প্রবীন ফাস্ট বোলিং কোচ সারোয়ার ইমরান। তিনি বলেন, ‘মুস্তাফিজুরের প্রকৃতিপ্রদত্ত বোলিং হলো, আউট সুইং। এটার সঙ্গে ওর স্টকে দুটো ভেরিয়েশন আছে।

একটা স্লোয়ার অফ কাটার, একটা ফাস্ট অফ কাটার। এখন ঘটনা হলো, ওর স্লোয়ার ও ফাস্ট কাটারের মধ্যে ওর হাতের অ্যাকশনের যে পার্থক্য, এটা ব্যাটসম্যানদের পক্ষে ধরা প্রায় অসম্ভব।

ফলে ব্যাটসম্যানরা বুঝতেই পারছে না যে, ওর কোন কাটারটা স্লোয়ার, কোন কাটারটা ফাস্টার। আর এ কারণে ব্যাটসম্যানরা মুস্তাফিজের বল বুঝতে পারেন না। ফলে দ্রুত আউট হয়ে যাচ্ছেন ব্যাটসম্যানরা।

বাংলাদেশ সময়: ১৩:১৬:৫৪   ৩৫৩ বার পঠিত