সোমবার, ২২ জুন ২০১৫
দুবাইয়ে ছয় বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি
Home Page » আজকের সকল পত্রিকা » দুবাইয়ে ছয় বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতিবঙ্গনিউজ ডটকমঃ আবাসন ব্যয় উল্লেখযোগ্যহারে বেড়ে যাওয়াতে বর্তমানে দুবাইয়ে মূল্যস্ফীতি ছয় বছরের মধ্যে সর্বোচ্চে অবস্থান করছে। এর আগে সর্বোচ্চ মূল্যস্ফীতির রেকর্ডটি ছিল ২০০৯ সালের মে মাসে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
গত রোববার দুবাই স্ট্যাটিসটিকস সেন্টারের পক্ষ থেকে প্রকাশিত তথ্যে দেখা যায়, আবাসনের পাশাপাশি পরিষেবা ব্যয় বৃদ্ধিও মে মাসে দুবাইয়ে মূল্যস্ফীতি উর্ধ্বমুখি হওয়ার অন্যতম কারণ। এ সময় দুবাইয়ের মূল্যস্ফীতি বার্ষিক ভিত্তিতে বেড়ে হয়েছে ৪ দশমিক ৭ শতাংশ, এর পেছনে মূল ভূমিকা রেখেছে আবাসন ও পরিষেবা ব্যয় বৃদ্ধি। দুবাইয়ের মোট ভোক্তা ব্যায়ে আবাসন ও পরিষেবার অবদান প্রায় ৪৪ শতাংশ। পূর্ববর্তী মাসের সঙ্গে তুলনা করলে এখানকার মূল্যস্ফীতি বেড়েছে সাত শতাংশীয় পয়েন্ট।
অন্যদিকে ভোক্তা ব্যয়ের ১১ শতাংশ জুড়ে থাকা খাদ্য ও পানীয়ের মূল্য বার্ষিক ভিত্তিতে বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ। গত সপ্তাহে প্রকাশিত মার্সারের কস্ট অব লিভিং সার্ভে শীর্ষক পরিসংখ্যানে চলতি বছরের তালিকায় জীবনধারণের জন্য ব্যয়বহুল শহর হিসেবে দুবাই ২৩তম ও আবুধাবি ৩৩তম অবস্থান করে নিয়েছে। গত বছরের তুলনায় তালিকায় অবস্থানের দিক থেকে এগিয়েছে দুবাই। গত বছর আবুধাবি ও দুবাইয়ের অবস্থান ছিল যথাক্রমে ৪৪ ও ৩৫তম। মার্সার বলছে অভিবাসীদের বাড়ি ভাড়া বৃদ্ধির কারণেই তালিকায় উপরের দিকে রয়েছে শহরদুটি।
বাংলাদেশ সময়: ২২:৫৮:১৯ ৩৬৮ বার পঠিত