সোমবার, ২২ জুন ২০১৫
স্ক্রিপ্ট, গল্প রেডি অপেক্ষা শুধু মুন্না ভাইয়ের
Home Page » বিনোদন » স্ক্রিপ্ট, গল্প রেডি অপেক্ষা শুধু মুন্না ভাইয়েরবঙ্গনিউজ ডটকমঃ ‘স্ক্রিপ্ট, গল্প, কাস্ট সব রেডি, ভাই শুধু বাইরে আসুক।’ আবার পর্দায় জমে উঠবে ‘মুন্না-সার্কিট’ কেমিস্ট্রি, তৈরি হবে মুন্নাভাই-থ্রি’। বলি-পাড়ার গুঞ্জন বা উড়ে খবর নয় খোদ সার্কিটের মুখে শোনা গিয়েছে এই খবর। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘মুন্নাভাই’-এর সিক্যুয়াল তৈরির কথা জানালেন, আরশাদ ওয়ারশি।
‘মুন্নাভাই এমবিবিএস’ ও ‘ লাগে রাহো মু্ন্নাভাই’-এর বক্স-অফিস হিট ধামাকার পর আবারও মুন্নাকে ফিরিয়ে আনতে চাইছেন পরিচালক রাজু হিরানি। তবে মুন্না এখন তিহার জেলে বন্দি। তাই আপাতত রণে জল ঢেলে দিয়েছেন ছবির নির্মাতারা। কিন্তু পিছিয়ে আসেননি ছবি থেকে। গল্প, স্ক্রিপ্ট, কাস্ট সব রেডি করে সঞ্জয়ের অপেক্ষায় বসে আছেন তাঁরা। দেরি শুধু খলনায়কের জেল থেকে বাইরে আসার। যদিও সিক্যুয়েলের সম্পর্কে মুখে কুলুপ এঁটেছে পরিচালক। কিন্তু আবেগ সামলাতে পারেননি আরশাদ বললেন, ” ‘মুন্নাভাই-থ্রি’ অবশ্যই তৈরি হবে এই বিষয়ে কোন সন্দেহ নেই”।
বর্তমানে আরশদ শহরে শহরে ঘুরে বেড়াচ্ছেন তাঁর আগামী ছবি ‘গুড্ডু রঙ্গিলার’ প্রচারে। বড়লোক হওয়ার নেশা দুটি সাধারণ ছেলেকে কিভাবে অন্ধকারের পথে ঠেলে দেয়, তাই নিয়েই এই ছবির কাহিনি।জের ওয়ানডে ভবিষ্যত নিয়ে ভাবতে কিছুটা সময় নেবেন বলে জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। নাটকীয়ভাবে ইংল্যান্ডের কাছে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারার পর এ কথা বলেন তিনি।
দীর্ঘদিন যাবত পিঠের সমস্যায় ভুগছেন ৩৩ বছর বয়সী ম্যাককালাম। পিঠের সমস্যা থাকায় আগামী আগস্টে নিউজিল্যান্ড দলের জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা সফর মিস করতে পারেন ২৫৪ ওয়ানডে খেলা এ তারকা ব্যাটসম্যান। সেক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন কেন উইলিয়ামসনকে দলের নেতৃত্ব দেয়া হতে পারে।
প্রথমবারের মত বিশ্বকাপ ফাইনালে দেশের নেতৃত্ব দেয়া ম্যাককালাম হয়তোবা দলটিকে আরো ভাল অবস্থায় নেয়ার জন্য আরো কিছু দিন ওয়ানডে খেলে যেতে পারেন।
পাঁচ ম্যাচ সিরিজে শনিবার চেস্টারলিতে বৃষ্টি বিগ শেষ ওয়ানডে ম্যাচে ৭ উইকেটে পরাজিত হওয়ার পর তার ওয়ানডে ভবিষ্যত নিয়ে প্রশ্ন করা হলে ম্যাককালাম বলেন, ‘আমি জানি না। আমরা বসব এবং তারপর আলোচনা করে দেখব।’
‘আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। চমৎকার একটি বছর কাটিয়েছি আমরা, গ্রীষ্ম মৌসুমটা আমাদের অসাধারণ ছিল।
আমরা দেশকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছি যা আগে ছিল না এবং যেভাবে খেলছি আমরা সেরা অবস্থানে যাত্রা শুরু করেছি।’
ডায়নামিক এ ওপেনিং ব্যাটসম্যান আরো বলেন, ‘ছেলেদেরকে খেলার স্বাধীনতা দিতে পেরে এবং এমন ব্র্যান্ড ক্রিকেট খেলতে দিতে পেরে অধিনায়ক হিসেবে আমি ভাগ্যবান।
‘গত দু’টি বছর আমরা উপভোগ করেছি । আমার শরীর নিয়ে কিছুটা চিন্তিত, তবে দেখব কি অবস্থা দাঁড়ায়।’
বাংলাদেশ সময়: ২২:৫৫:৩৯ ৩৯২ বার পঠিত