সোমবার, ২২ জুন ২০১৫
মুস্তাফিজুর বিস্ময়ে অবাক বিশ্ব
Home Page » ক্রিকেট » মুস্তাফিজুর বিস্ময়ে অবাক বিশ্ববঙ্গনিউজ ডটকমঃ তিনদিন আগে মুস্তাফিজুর বিস্ময়ে অবাক বিশ্ব। ছিপছিপে ছেলেটির এক একটি অফ কাটার এতোটা রহস্য ছড়ায় কীভাবে? অভিষেকে ভারতীয় ব্যাটসম্যানদের ছিন্নভিন্ন করা বোলিংয়ে (৫/৫০) সে প্রশ্নই গেছেন রেখে। অভিষেকে বিস্ময় বোলিংয়ে এতোটাই জুজু ছড়িয়েছেন যে, দ্বিতীয় ম্যাচে বরং মুস্তাফিজুর নামক বোলারের অফ কাটার জুজুতে আরো বড় বিপর্যয় দেখেছে বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ! অভিষেক ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেট (১০-০-৪৩-৬)! ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ২ ম্যাচে নামতা গুনে ৫ উইকেট শিকারের বিরল দৃষ্টান্তে এতোদিন ছিলেন শুধুই জিম্বাবুয়ে পেস বোলার ব্রায়ান ভিটরি। ২০১১ সালে হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশের বিপক্ষে উপর্যুপরি ২ ম্যাচে ৫/৩০ ও ৫/২০’র সেই রেকর্ড এখন আর অক্ষত নয়। অফ কাটার জাদুতে মুস্তাফিজুর শুধু ভিটরিকে স্পর্শই করেননি, প্রথম ২ ম্যাচে শিকার সংখ্যায় ছাড়িয়ে গেছেন ভিটরিকে।প্রথম ম্যাচে অচেনা বোলার বলে মুস্তাফিজুরকে চতুর্থ পেস বোলার হিসেবে দলে এনে যে জুয়া খেলতে চেয়েছিলেন হাতুরুসিংহে, সে জুয়ায় জিতেছেন। সেই ম্যাচে অফ কাটার রহস্য হতভম্ব করেছে ভারতকে। তাই বলে তিনদিনের ব্যবধানে সেই মুস্তাফিজুর আরো ভয়ংকর রূপে আবির্ভূত হবেন, এতোটা নিশ্চয়ই প্রত্যাশা করেননি হাতুরুসিংহেও। বরং মুস্তাফিজুরের বোলিং ভিডিও এনালাইসিস করে তাকে মোকাবিলার উপায় খুঁজে বের করবে, বরং বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে মুস্তাফিজুর, দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এ শংকাই প্রকাশ করেছিলেন হাতুরুসিংহেÑ ‘অবশ্যই যেকোন বোলারের ক্ষেত্রে যখন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম আসবে তখন এই অচেনা থাকাটা অবশ্যই অনেক বড় বিষয়। বর্তমান সময়ে খেলার আগেই অনেকে ভিডিও দেখে প্রস্তুত হতে পারে। কিন্তু মুস্তাফিজুরের ক্ষেত্রে এটা চ্যালেঞ্জিং হতে চলেছে। কারণ, মানুষ তার সম্পর্কে জানতে পেরেছে এবং আরও জানার প্রচেষ্টায় থাকবে। তার যে মেধা এখন তাকে সবাই অনেক বেশি সমীহ করবে আগের চেয়ে।’অথচ কি জানেন, মুস্তাফিজুরের জন্য মোটেও চ্যালেঞ্জিং হয়নি দ্বিতীয় ম্যাচটি। বরং ভারতের বিপক্ষে অভিষেকে দ্যুতি ছড়িয়ে বেড়েছে তার আত্মবিশ্বাাস। ভারত ব্যাটসম্যানদের দুর্বলতাও জানতে পেরেছেন এবং সেখানেই আঘাত হেনেছেন। ইনিংসের দ্বিতীয় ডেলিভারিতে উইকেট! তাও আবার ওয়ানডে ক্রিকেটে দু’দুটি ডাবল সেঞ্চুরির মালিক রোহিত শর্মাকে! ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতের আক্রমণাত্মক ক্রিকেটের প্রত্যয় যার মুখ থেকে শুনেছে মিডিয়া, সেই রোহিত ব্যাকওয়ার্ড পয়েন্টে রুম্মানের হাতে দিয়েছেন ক্যাচ মুস্তাফিজুরের আউট সুইংগারে! প্রথম স্পেলে সাফল্য ওই এক উইকেটই (৫-০-৩২-১)। পুরোনো বলে ভয়ংকর, বিশেষ করে কন্ডিশনকে কাজে লাগিয়ে বল করার সক্ষমতা আছে বলে মুস্তাফিজুর সম্পর্কে যে ধারণা পোষণ করে মিডিয়াকে তা অবহিত করেছেন রোহিত শর্মা গত পরশু, সেই ধারণাকে নির্ভুল প্রমাণ করেছেন মুস্তাফিজুর দ্বিতীয় স্পেলে। বল পুরোনো হলে তার অফ কাটার কতোটা ভয়ংকর রূপ ছড়াতে পারে, মুস্তাফিজুরের শেষ স্পেলটিই (৫-০-১১-৫)! নতুন বল নতুন বোলারের হাতে তুলে দিয়ে প্রতিপক্ষকে কৌশলগতভাবে ভয় পাইয়ে দেয়া যায়। তাই বলে ব্যাটিং পাওয়ার প্লে শুরু করবে বাংলাদেশ অধিনায়ক এই পুঁচকের হাতে বল দিয়ে? উইকেটে যখন রায়না-ধোনী, ৫৩ রানের পার্টনারশিপে ম্যাচে ফেরার চেষ্টা করছে ভারত, তখন আষাঢ় মাসে কালবৈশাখী ঝড় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে! ব্যাটিং পাওয়ার প্লে’র তৃতীয় বলে শর্ট ডেলিভারি দিয়ে রায়নাকে উইকেটের পেছনে ক্যাচ দিতে (৩৪) বাধ্য করেছেন। অভিষেকে ধোনীর কনুইয়ের আঘাতের জবাব দিতে পারেননি, দ্বিতীয় ম্যাচে ধোনীকে হতভম্ব করা ডেলিভারিতে মিড অফে ক্যাচ দিতে ফিরে আসতে বাধ্য করেছেন শিকারে ভারত অধিনায়ককে সে জবাবটাই দিয়েছেন। ব্যাটিং পাওয়ার প্লে’র শেষ ওভারে পর পর ২ বলে ধোনী (৪৭) এবং রাইডুকে (০) শিকারে পরিণত করেছেন পর পর ২টি অফ কাটারে! ব্যাটিং পাওয়ার প্লে’র ৫ ওভারে (৩৬-৪০) ভারতের বিপর্যয়, ১৭ রানে ৩ উইকেট হারানোর নেপথ্যে এই মুস্তাফিজুরই। জানেন, পাওয়ার প্লে পর্বে ৫ ওভারের তিন ওভার মুস্তাফিজুরের হাতে বল তুলে দিয়ে নির্ভার মাশরাফি, তার প্রতিদান দিয়েছেন ওই পর্বে মুস্তাফিজুর (৩-০-৬-৩)! ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে বেছে নিয়েছিলেন মুস্তাফিজুর আশউইনকে। অফ কাটারের বিস্ময় জাদুতে আশউইনকে (৪) উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন। ক্যারিয়ারের প্রথম ২ ইনিংসে নামতা গুনে ৫ উইকেটে ভিটরিকে শুধু স্পর্শ করেননি, বাংলাদেশ বোলারদের মধ্যে ওয়ানডে ক্যারিয়ারে সর্বাধিক ৪ বার ৫ উইকেট শিকারের মালিক রাজ্জাক রাজেরও ক্যারিয়ারে নেই উপর্যুপরি ৫ উইকেটের ইনিংসÑ এখানেও অনন্য মুস্তাফিজুর। সন্ধায় বৃষ্টিতে যখন স্থগিত হয় ম্যাচ, তখন ভারতের ১৯৬/৮ স্কোরে মুস্তাফিজুরের বোলিং ৯.৫-০-৪৭-৫! বৃষ্টি থেমে ১ ঘণ্টা ৫৩ মিনিট পর শুরু হওয়া খেলায় অবশিষ্ট ১ বলটিও ছড়াবে বিস্ময়, কে জানতো? অথচ, দিনের সেরা ডেলিভারিতে রবীন্দ্র জাজেদাকে মিডল অ্যান্ড লেগ স্ট্যাম্পে পিচিং ডেলিভারিতে দুর্দান্ত অফ কাটারে অফ স্ট্যাম্প উড়িয়ে দিয়ে বিস্ময়ের চেয়েও বেশি কিছুর জন্ম দিয়েছেন মুস্তাফিজুর ওই ডেলিভারিতে! তাতেই বিস্ময় ছড়ানো দ্বিতীয় স্পেলটি তার ৫-০-১১৫! শেখর ধাওয়ান (৫৩) ছাড়া অন্য কেউ তার অফ কাটার প্রতিরোধ করতে পারেননি। প্রথম স্পেলে এক ওভারে মিড অনের উপর দিয়ে কোহলির ছক্কা এবং শ্লোয়ারে বাউন্ডারিতে হতোদ্যম হননি। পেশি হৃষ্টপুষ্ট না হয়েও ছিপছিপে যে ছেলেটির চরিত্র আক্রমণাত্মক, ভাই মোখলেসের প্রেরণায় ৪৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাতক্ষীরা শহরে ক্রিকেট খেলতে আসা-যাওয়ার মাঝেও আনন্দ খুঁজে পান যে ছেলেটি, তিনি তো হতোদ্যম হওয়ার পাত্র নন। শেষ দেখেই যে ছাড়বেন তিনি। ক্যারিয়ারে খেলেছেন মাত্র ২ ম্যাচ, দুই ম্যাচের ২টিই জায়গা করে নিয়েছে রেকর্ডে। এতোদিন ওয়ানডে ক্যারিয়ারে বাংলাদেশ বোলারদের মধ্যে ৬ উইকেটের ইনিংস ছিল দু’জনের। ২০০৬-এ কেনিয়ার জিমখানায় স্বাগতিকদের বিপক্ষে মাশরাফির ১০-০-২৬-৬’র পাশে ২ বছর আগে জায়গা করে নিয়েছেন রুবেল, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৫.৫-০-২৬-৬ এ। নড়াইল এবং বাগেরহাট এক্সপ্রেসের পর সাতক্ষীরা এক্সপ্রেসও একই কৃতিত্বে উঠলেন অন্য উচ্চতায় (১০-০-৪৩-৬)। প্রথম বাধ্যতামূলক পাওয়ার প্লে তে যে দলের স্কোর ৬৫/১, সেই দলটিই কি না থামলো ২০০ তে, থামল বললে ভুল হবে থামালো মুস্তাফিজুর ২০০ তে! ভারতের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের আবহ যে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পেয়েছে বাংলাদেশ সাতক্ষীরা এক্সপ্রেসের এমন বোলিংয়ে। মুস্তাফিজুরের এমন দিনে ওয়ানডে উইকেটকিপিংয়ের অভিষেকে চার চারটি ডিসমিসালে অনন্য রেকর্ড গড়েছেন লিটন দাস। ১৫১ ম্যাচের মধ্যে ১৪২টিতে উইকেট কিপিংয়ের পর কিপিং গ্লাভস তার হাত থেকে খুলে ফেলা যে সময়ের দাবি ছিল, লিটনের হাতে কিপিং গ্লাভস তুলে দিয়ে তা জানিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। মুস্তাফিজুরের সঙ্গে লিটনের স্মরণীয় দিনটি স্মরণীয়তম করতে সহায়ক হয়েছেন অকেশনাল স্পিনার নাসির পুরো ১০ ওভার বল করে ভারতের রান রেট নামিয়ে (২/৩৩)। ধাওয়ান কোহলির ৭৪ রানের পার্টনারশিপ ভেঙে দেয়া প্রথম স্পেলে তার বোলিং এক কথায় প্রশংসার দাবি রাখে (৭-০-২৫-২)। অনুজ পেস পার্টনার মুস্তাফিজুরকে দেখে শেষ দুই স্পেলের বোলিংয়ে রিদম ফিরে পেয়েছেন রুবেল (২/২৬)।
বাংলাদেশ সময়: ১৫:৫৩:৫৩ ৩৭৮ বার পঠিত