বৃহস্পতিবার, ২৩ মে ২০১৩
৬৭০০ টাকায় ৫০০ জিবি হার্ডডিস্ক
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ৬৭০০ টাকায় ৫০০ জিবি হার্ডডিস্কবঙ্গ-নিউজ ডটকমঃ এডেটা ব্র্যান্ডের ‘এইচই৭২০’ মডেলের পোর্টেবল হার্ডডিস্ক এখন দেশের বাজারে। গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষিত রাখতে এবং স্বাচ্ছন্দ্যে তা বিনিময়ে এ হার্ডডিস্কটি কাজ করে। এটি মাত্র ৮.৯ মিলিমিটার সরু।
এ হার্ডডিস্কের আবরণ স্টেইনলেস স্টিলের তৈরি। এটি আঁচড় প্রতিরোধক। তাই দীর্ঘ দিন ব্যবহারেও হার্ডডিস্কের বাহ্যিক কোনো ক্ষতি হয় না। ইউএসবি ৩.০ ইন্টারফেসের হওয়ায় এটি ইউএসবি ২.০ সংস্করণের তুলনায় তিন গুণ বেশি ডেটা ট্রান্সফার রেটে কাজ করে।
এ ড্রাইভের পাওয়ার বা ডেটা আদান-প্রদানের অবস্থা নির্দেশনায় আছে উজ্জ্বল নীল রঙের এলইডি লাইট। এ ছাড়াও আছে ২.৫-ইঞ্চি সাটা-২ হার্ডডিস্ক ড্রাইভ ইন্টারফেস।
হার্ড ডিস্কের বিশেষ ফিচার হিসেবে আছে ‘ওয়ান টাচ ব্যাকআপ‘। এর মাধ্যমে অনায়াসে শুধু ১ বার বাটন চাপ দিয়েই ডেটা ব্যাকআপ এবং সিঙক্রোনাইজ করতে পারে। এ মুহূর্তে ৫০০ জিবি হার্ডডিস্কের এ মডেলের দাম ৬ হাজার ৭০০ টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ পণ্য পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ২০:০৭:৪৩ ৫০২ বার পঠিত