রবিবার, ২১ জুন ২০১৫

আবার মুস্তাফিজ, ৬ উইকেটের রেকর্ড

Home Page » এক্সক্লুসিভ » আবার মুস্তাফিজ, ৬ উইকেটের রেকর্ড
রবিবার, ২১ জুন ২০১৫



32249_182.jpgবঙ্গ নিউজ ডট কমঃ বৃষ্টির পর আবার বিধ্বংসী মুস্তাফিজ। বৃষ্টির আগে তার নির্ধারিত ১০ ওভার বল থেকে একটি বাকি ছিল। বৃষ্টির পর আবার খেলা শুরু হওয়ামাত্র সেটি করেন এবং তাতে বিদায় করেন জাদেজাকে। ফলে এই ম্যাচে তার উইকেট দাড়াল ৬। আর ভারত ১৯৬ রানে ৯ উইকেট হারিয়ে ফেলেছে।

ক্যারিয়ারের প্রথম ম্যাচে ৫ উইকেট নেয়ার পর দ্বিতীয় ম্যাচে ৬টি নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন মুস্তাফিজ।

বৃষ্টির কারণে খেলা ৫০ ওভার থেকে কমিয়ে ৪৭ করা হয়েছে।

মিরপুরে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই টাইগারদের তোপের মুখে পড়ে ভারত। প্রথম ম্যাচের নায়ক মোস্তাফিজুর রহমানের শিকার হয়ে দ্বিতীয় বলেই বিদায় নেন রোহিত শর্মা। তিনি রানের খাতা পর্যন্ত খুলতে পারেননি। এর পর বিদায় নেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। ২৩ রান করে তিনি নাসির হোসেনের শিকার হয়ে বিদায় নেন। নাসির হোসেন শেখর ধাওয়ানকেও সাজঘরে পাঠিয়ে দেন। আর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন রাইডু। তিনি শিকার হন রুবেল হোসেনের। তারপর সুরেশ রায়নাকে বিদায় করেন মোস্তাফিজ। তিনি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ভারতের ইনিংস মেরামতির কাজ করছিলেন। মোস্তাফিজের ৫ম শিকার হন রবীন্দ্র অশ্বিন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রথম ম্যাচে ৭৯ রানে পরাজিত ভারত ইতোমধ্যে ০-১ ব্যবধানে পিছিয়ে আছে। ফলে এই ম্যাচ জয় মানে বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত করা।

 

বাংলাদেশ সময়: ২০:৪৭:১৩   ৩৩৮ বার পঠিত