রবিবার, ২১ জুন ২০১৫
ভারতের ৪ উইকেটের পতন
Home Page » ক্রিকেট » ভারতের ৪ উইকেটের পতন
বঙ্গনিউজ ডটকমঃ ম্যাচের দ্বিতীয় বলেই রোহিত শর্মাকে ফেরত পাঠিয়েছেন গত ম্যাচের পাঁচ উইকেট নেয়া মুস্তাফিজুর রহমান। নাসির হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন রোহিত। এরপর ১৩ তম ওভারের তৃতীয় বলে নাসির হোসেনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন বিরাট কোহলি (২৩)। দলীয় ১০৯ রানে নাসিরের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে আউট হন ধাওয়ান (৫৩)। এরপর রুবেল হোসেনের বলে পয়েন্টে দাঁড়িয়ে থাকা নাসিরের হাতে ক্যাচ দিয়ে আউট হন আম্বাতি রাইডু (০)। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৭ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৩০ রান।
এর আগে রবিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। বিকাল তিনটায় মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে খেলাটি শুরু হয়েছে।
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৭৯ রানের বড় জয় নিয়ে সিরিজে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচ জিতলে সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের। অন্যদিকে প্রথম ম্যাচে হারের লজ্জা এড়াতে মরিয়া সফরকারী ধোনিরা।
ভারতের দলে তিনটি পরিবর্তন এসেছে। আজিঙ্কা রাহানে, উমেশ যাদব ও মোহিত শর্মার বদলে দলে জায়গা পেয়েছেন আমবাতি রাইডু, অক্ষর প্যাটেল ও কুলকারনি।
বাংলাদেশ সময়: ১৭:৩১:৩৫ ৩৭৩ বার পঠিত