রবিবার, ২১ জুন ২০১৫
চাঁদপুরে চাঁদাবাজকে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত
Home Page » আজকের সকল পত্রিকা » চাঁদপুরে চাঁদাবাজকে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালতবঙ্গনিউজ ডটকমঃ চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় সিএনজি চালিত অটো রিকশা দাঁড়ানোর মোড়ে চাঁদা আদায়কালে হাতেনাতে আটক হয়েছে শওকত সর্দা (২১)নামের এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়। রোববার দুপুর বেলা এ ঘটনা ঘটে। এর আগে গত সপ্তাহে হাজীগঞ্জে পরিবহন খাতে সকল ধরনের চাঁদা উঠানো বন্ধ ঘোষণা করে প্রশাসন। শওকত সর্দার হাজীগঞ্জ পৌর এলাকার সর্দার বাড়ির জামাল সর্দারের ছেলে।হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ আলম জানান, মন্ত্রণালয়ের নির্দেশে গত সপ্তাহ থেকে হাজীগঞ্জে পরিবহন খাতে সকল ধরনের টোল/চাঁদা উঠানো বন্ধ ঘোষণা করা হয়। সেই মোতাবেক আমরা ইতিমধ্যে উপজেলায় মাইকিং করে সকলকে বিষয়টি জানিয়ে দেই। তার পরে আজ দুপুরে হাজীগঞ্জ বাজারের শহীদ আলী আজ্জম সড়কে চাঁদা উঠানোর সময় হাতেনাতে তাকে আটক করি। এসময় তিনি আরও জানান, এখন থেকে উপজেলার প্রতিটি মোড়ে আমাদের গোয়েন্দা অভিযান চলবে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম জানান, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঐ যুবকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারদণ্ড দেয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭:১৯:১৮ ৩৫৩ বার পঠিত