রবিবার, ২১ জুন ২০১৫

হত্যা মামলায় পিতাসহ ২ জনের যাবজ্জীবন

Home Page » আজকের সকল পত্রিকা » হত্যা মামলায় পিতাসহ ২ জনের যাবজ্জীবন
রবিবার, ২১ জুন ২০১৫



court_88754.jpgবঙ্গনিউজ ডটকমঃ নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালত সদর উপজেলার ফচিকা গ্রামে ১০ বছরের শিশু আলমগীরকে হত্যার রায়ে পিতা ও ফুফার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন।

আজ রবিবার দুপুরে সাজাপ্রাপ্ত আসামি পিতা গিয়াস উদ্দিন ও ফুফা চাঁন মিয়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড প্রদান করেছেন অাদালত। অতিরিক্ত দায়রা জজ আব্দুল হামিদ এ রায় দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ফচিকা গ্রামের গিয়াস উদ্দিন ও তার স্ত্রী হাজেরার সঙ্গে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। গিয়াস উদ্দিন শিশু পুত্র আলমগীরকে তার নিজ পুত্র নয় বলে অভিযোগ তুলে স্ত্রীকে মারধর করে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। পরবর্তীতে ২০০৫ সালের ২৪ নভেম্বর গিয়াস উদ্দিন তার সহযোগী ভগ্নিপতি চাঁন মিয়াকে নিয়ে আলমগীরকে শ্বাসরোধ করে হত্যা করে কাঠলিবন্দে ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরদিন ২৫ নভেম্বর আলমগীরের মা হাজেরা বাদী হয়ে স্বামীসহ ২ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

২০০৬ সালের ৭ মার্চ পুলিশ আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করলে ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণান্তে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:৪৬   ৪০৫ বার পঠিত