রবিবার, ২১ জুন ২০১৫

মোদির যোগ উৎ​সবের মাজেজা

Home Page » এক্সক্লুসিভ » মোদির যোগ উৎ​সবের মাজেজা
রবিবার, ২১ জুন ২০১৫



08b11d3cacbc15e855be63023a3648e8-yoga-4.jpgবঙ্গনিউজ ডটকমঃ রীতিমতো যোগব্যায়াম জ্বরে আক্রান্ত পুরো ভারত। আজ ২১ জুন জাতিসংঘ ঘোষিত প্রথম আন্তর্জাতিক যোগ দিবসে যোগচর্চার এক মহাযজ্ঞে মেতেছে ভারত। এই আয়োজন নিয়ে মাতামাতি যেমন আছে, তেমনি আছে সমালোচনা। বিবিসি অনলাইনে প্রকাশিত এক বিশ্লেষণে এমনটাই বলা হয়েছে।

‘আন্তর্জাতিক যোগ দিবস’ কীভাবে এল, তা জানতে একটু পেছনে ফিরতে হবে। দিবসটির উদ্যোক্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম ভাষণ দেন তিনি। সেখানে তিনি এমন একটি দিবসকে স্বীকৃতি দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান। মোদির আহ্বানে সাড়া দেয় জাতিসংঘ। তাঁর দেওয়া প্রস্তাব গ্রহণ করে ২১ জুনকে ‘আন্তর্জাতিক যোগ দিবস’ ঘোষণা করে জাতিসংঘ। দিবসটি এবারই প্রথম পালিত হচ্ছে।

যোগব্যায়াম ও ভেষজ ওষুধকে জনপ্রিয় করতে নভেম্বরে মোদি ভারতে প্রথমবার এ বিষয়ে একজন মন্ত্রী নিয়োগ দেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য কর্মস্থলে যোগচর্চার পরিকল্পনা নেন।

পরে মোদি ভারতজুড়ে প্রথম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান মহাসমারোহে করার ঘোষণা দেন। পরিকল্পনা অনুযায়ী, আজ সকালে দিবসটির প্রধান অনুষ্ঠান হয়েছে রাষ্ট্রপতি ভবন ও ইন্ডিয়া গেটের মধ্যবর্তী রাজপথে। সেখানে প্রায় ৪০ হাজার মানুষ সমবেত হয়ে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে যোগচর্চা করেছেন। সে এক মহাআয়োজন! ভারতের অন্য অনেক স্থানেও আজ যোগচর্চার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:২৬:৩৫   ৩৮০ বার পঠিত