রবিবার, ২১ জুন ২০১৫
প্রথম আন্তর্জাতিক যোগ দিবসে যোগচর্চা মোদির
Home Page » আজকের সকল পত্রিকা » প্রথম আন্তর্জাতিক যোগ দিবসে যোগচর্চা মোদিরবিশেষ প্রতিনিধিঃপ্রথম আন্তর্জাতিক যোগ দিবসে রাজপথে যোগ চর্চা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোট ৩৭ মিনিটের অনুষ্ঠানে যোগ দিলেন ৩৭ হাজার মানুষ। যোগ দিবস উপলক্ষে সকাল থেকেই সেজে উঠেছিল গোটা নয়াদিল্লি। মূল অনুষ্ঠান রাজপথে, ইন্ডিয়া গেটের সামনে। রাজপথের দুই ধারে হাজারখানেক বিশালাকার স্ক্রিন। নরেন্দ্র মোদির স্বপ্নকে বাস্তব করতে গত এক মাস ধরে চেষ্টার ত্রুটি রাখেনি আয়ুষ মন্ত্রণালয়ঘড়ির কাঁটায় ৬টা ৪০ মিনিটে রাজপথে পৌছান ভারতের প্রধানমন্ত্রী। তখন বাবা রামদেব সহ হাজির চারজন যোগ বিশেষজ্ঞ।
তাঁরা অংশগ্রহণকারীদের যোগ করে দেখালেন। ৫০টি দেশের প্রায় ১০০ জন অংশগ্রহণকারী রাজপথে যোগাসন করবেন। মোট ৩৫ মিনিটের সেসন। সকাল ৭টা থেকে ৭টা ৩৫। ৫ মিনিটের হাতে ও পায়ের ব্যায়াম দিয়ে শুরু। তারপর ১৫ মিনিট সাধারণ কিছু যোগাসন, পাঁচ মিনিটের প্রানায়াম, পাঁচ মিনিটের ধ্যান এবং সবশেষে সঙ্কল্প।
যোগ দিবসের অনুষ্ঠান শুরুর আগে রাজপথে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যোগের ইতিহাস, যোগের উপযোগিতার সঙ্গে সঙ্গে তাঁর বক্তব্য, এই অনুষ্ঠান মানবকল্যাণের জন্য, বিশ্বশান্তির উদ্দেশে বার্তা পৌছে দেবে।
সূত্র : জিনিউজ
বাংলাদেশ সময়: ১২:০৯:৪৬ ৩৪০ বার পঠিত