শনিবার, ২০ জুন ২০১৫

পানিতে ভাসল বিশ্বের বৃহত্তম প্রমোদতরী

Home Page » আজকের সকল পত্রিকা » পানিতে ভাসল বিশ্বের বৃহত্তম প্রমোদতরী
শনিবার, ২০ জুন ২০১৫



31979_178.jpgবঙ্গনিউজ ডটকমঃ পানিতে ভাসল বিশ্বের বৃহত্তম রণতরী ‘হারমনি অফ দা সিস’। ২০১৩ সালের সেপ্টেম্বর মাস থেকে ফ্রান্সের সেইন্ট-নাজায়ারের শিপইয়ার্ডে শুরু হয় এই বিশালাকৃতি জাহাজটির নির্মাণ কাজ৷ শুক্রবার প্রথমবার পানিতে ভাসে হারমনি৷ তবে ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে প্রথম যাত্রা শুরু হবে এই প্রমোদতরীর৷ কাজ সম্পূর্ণ হলে এই প্রমোদতরীর ওজন দাঁড়াবে ২ লাখ ২৭ হাজার টন৷ এই জাহাজটির উচ্চতা ১১৮৭ ফুট৷ যা আইফেল টাওয়ারের উচ্চতা থেকেও ১৬৪ ফুট বেশি৷ ২,১০০ জন কর্মীসহ মোট ৬,৩৬০ জন যাত্রী সফর করতে পারবে এই প্রমোদতরীতে৷

বর্তমানে সবচেয়ে বড় প্রমোদতরী অ্যালিউর অব দা সিস এবং ওয়েসিস অব দা সিসের ওজন ২ লাখ ২৫ হাজার টন৷ এই তিনটি জাহাজেরই মালিক রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল ক্রুজ লাইন্স৷

হারমনির তৈরি হওয়ার পর এই প্রমোদতরীর জন্য প্রয়োজন হবে ৯০,০০০ বর্গমিটার কার্পেট এবং ৫ লাখ লিটার রং৷ আগামী মাসে প্রথম বাণিজ্যিক যাত্রায় ব্রিটেনের সাউদাম্পটন থেকে স্পেনের বার্সেলোনায় পৌঁছবে হারমনি৷

 

 

 

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৫২   ৩২৯ বার পঠিত