শনিবার, ২০ জুন ২০১৫
অদ্ভুত শিশুর জন্ম
Home Page » এক্সক্লুসিভ » অদ্ভুত শিশুর জন্মবঙ্গনিউজ ডটকমঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিজুলিয়া গ্রামের নিপা রানী নামে এক মা এক মাথা ও চার হাত-চার পা ওয়ালা একটি শিশুর জন্ম দিয়েছেন। মা ও শিশুটি সুস্থ আছে। শিশুটিকে দেখতে বাড়িতে মানুষ ভিড় করছে।
শুক্রবার রাতে শৈলকুপা হাসপাতালে অদ্ভুত এ শিশুর জন্ম হয়।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক এসএম বাবর জানান, বিজুলিয়া গ্রামের সঞ্জয় কুমারের স্ত্রী নিপা রানীর প্রসব বেদনা শুরু হলে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে তাকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করানো হয়। রাত সাড়ে এগারোটার দিকে নিপা রানী একটি পুত্র সন্তান জন্ম দেন। শিশুটির মাথা থেকে বুক পর্যন্ত স্বাভাবিক। বুকের নিচ থেকে বের হওয়া হাত দুটি ছোট। কাঁধের পাশ থেকে বের হওয়া হাত দুটি স্বাভাবিক। পা চারটিও স্বাভাবিক। শনিবার সকালে শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের গাইনী বিভাগের সিনিয়র কন্সালটেন্ট ডাক্তার এমদাদ জানান, শিশুটিকে ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরমর্শ দেওয়া হয়েছে। অনেক জোড়া লাগানো শিশু দেখেছেন। তবে এটা একটি বিরল ঘটনা।
শিশুর বাবা মা দরিদ্র। ঢাকাতে নিয়ে যাওয়া সামর্থ্য নেই। তাই অপারগ হয়ে তারা শিশুটিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ২৩:১৫:৪৫ ৩৬৩ বার পঠিত