শনিবার, ২০ জুন ২০১৫
রমজানে মুসলমানদের সাধারণ কয়েকটি ভুল
Home Page » আজকের সকল পত্রিকা » রমজানে মুসলমানদের সাধারণ কয়েকটি ভুলবঙ্গনিউজ ডটকমঃ রমজানের পবিত্রতা রক্ষা করা এবং এর দিকে নজর দেয়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সাধারণ কয়েকটি ভুলের কারণে অনেক ক্ষেত্রে এটি রক্ষা করা হয় না। এইসকল ভুল নিয়ে আলোচনা করেছেন ড. জাকির নায়েক। রমজান উপলক্ষে পিসটিভিতে ড.জাকির নায়েকের নিয়মিত প্রোগ্রাম ‘রামাদান এ ডে ইউথ জাকির নায়েক’ আলোচনায় তিনি ভুলগুলো কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করেন। এমিটিনউজ২৪.কম পাঠকদের জন্য ভুলগুলো তুলে ধরা হলো:
১. ইফতারে বেশি সময় নেওয়া হয়। ফলে সঠিক সময়ে মাগরিবের নামাজ আদায় করা হয় না।
২. তারাবির নামাজের তেলাওয়াত দ্রুত পড়া হয়। অথচ হাদিসে মাঝারি গতিতে তেলাওয়াতের জন্য বলা হয়েছে।
৩. লাইলাতুল কদর অনেকে রমজানের ২৭ তারিখ রাতকেই মনে করে। অথচ বিশ তারিখের পর প্রত্যেক বেজোড় রাতেই শবে বরাতকে ইবাদতের মাধ্যমে অন্বেষণের জন্য বলা হয়েছে। কোরআন হাদিসে এ রাতটির সঠিক তারিখ উল্লেখ করা হয়নি।
৪. রমজানে সংযমের জন্য বলা হয়েছে। ফলে আমরা শুধুমাত্র ক্ষুধার্ত থাকাকেই সংযম মনে করি। গুনাহ থেকে বিরত থাকি না।
৫. সারারাত জেগে থেকে, সেহরি খেয়ে ঘুমিয়ে পড়ি। ফলে ফজরের নামাজ পড়া হয় না।
৬. রমজানে যাকাত দেওয়ার ক্ষেত্রে সম্পদের হিসাব করে দিই না।
৭. অন্যান্য মাসের মত রমজানেও রোজা রেখে মিথ্যা কথা বলে থাকি।
৮. গালমন্দ ও অশ্লীল ভাষা ব্যবহার করে থাকি।
৯. সিনেমা ও অশ্লীল গান বাজনাও শুনে থাকি।
১০. অশ্লীল ম্যাগাজিন পড়ে থাকি।
১১. ইন্টারনেটের অশ্লীল সাইটগুলো দেখে থাকি।
১২. অপচয় করে থাকি।
১৩. জাঁকজমক ইফতার ও সেহরির আয়োজন করতে যেয়ে আমল ইবাদত থেকে বিরত থাকি।
১৪. রমজানের শেষদিকে কেনাকাটায় ব্যস্ত থাকি।
১৫. রমজানে আমরা নাইট ক্রিকেট খেলে থাকি।
১৬. মধ্যপ্রাচ্যে দিনের বেলা দোকানপাট বন্ধ রেখে রাতের বেলা খোলে। ফলে ক্রেতাদেরও আমলে বিঘ্নতা ঘটে দোকানদারদেরও।
বাংলাদেশ সময়: ১৭:৪৩:৪৬ ৩৮১ বার পঠিত