শনিবার, ২০ জুন ২০১৫

ওয়েস্ট ইন্ডিসকে পিছনে ফেলে প্রথম বারের মতো র‌্যাংকিংয়ে ৭ম স্থানে বাংলাদেশ

Home Page » আজকের সকল পত্রিকা » ওয়েস্ট ইন্ডিসকে পিছনে ফেলে প্রথম বারের মতো র‌্যাংকিংয়ে ৭ম স্থানে বাংলাদেশ
শনিবার, ২০ জুন ২০১৫



35_2.jpgবঙ্গনিউজ ডটকমঃপ্রথম ওয়ানডেতে ভারতের বিরুদ্ধে রোমাঞ্চকর জয়ে হারিয়ে আইসিসি র‌্যাংকিংয়ের ৭ম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। ক্রিকেট ইতিহাসে এটি বাংলাদেশের জন্য সর্বোচ্চ র‌্যাংকিং অবস্থান।
এর মাধ্যমে ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতাও অর্জন করে নিল টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজকে হটিয়ে আইসিসি র‌্যাংকিংয়ের সপ্তম অবস্থান দখলের জন্য ভারতের বিপক্ষে চলমান তিম ম্যাচের সিরিজের একটি মাত্র ম্যাচে জয়ের প্রয়োজন ছিল টাইগারদের। কিন্তু সিরিজের প্রথম ম্যাচেই ভারতকে ৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে লীড নেয়ার পাশাপাশি আইসিসি র‌্যাংকিংয়েও উন্নতি ঘটাতে সক্ষম হয়েছে মাশরাফি বাহিনী।
সিরিজ শুরুর আগে আইসিসি র‌্যাংকিংয়ের ৮ম অবস্থানে থাকা বাংলাদেশ দলের সংগৃহীত রেটিং পয়েন্ট ছিল ৮৮। রেটিং পয়েন্ট সমান থাকলেও অর্জিত পয়েন্টে ভগ্নাংশে এগিয়ে থাকায় এতদিন ৭ম অবস্থানটি ক্যারিবীয়দের দখলেই ছিল। তবে বৃহস্পতিবার ভারতকে হারানোর ফলে বাংলাদেশের সংগৃহীত রেটিং পয়েন্ট ৯১ এ উন্নীত হয়েছে। ফলে ওয়েস্টইন্ডিজকে স্পস্ট ব্যবধানে হটিয়ে আইসিসি র‌্যাংকিংয়ের সপ্তম অবস্থানে ওঠে আসে টাইগাররা। ওই তালিকায় ৮৭ পয়েন্ট নিয়ে ৯ম অবস্থানে রয়েছে পাকিস্তান।
র‌্যাংকিংয়ের এই উন্নতির কারণে আগামী ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলার সুযোগ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে এ জন্য চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্তমান অবস্থানটিকে ধরে রাখতে হবে টাইগারদের। ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে এই টুর্ণামেন্ট। নিয়ম অনুযায়ী স্বাগতিক দল ছাড়া র‌্যাংকিংয়ের শীর্ষ ৭টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ লাভ করে।
১২৯ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ১১৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।
তালিকা:
দেশ ম্যাচ পয়েন্ট রেটিং
অস্ট্রেলিয়া ৩৮ ৪৮৯৯ ১২৯
ভারত ৪৬ ৫৩১৬ ১১৬
নিউজিল্যান্ড ৪১ ৪৬৬৪ ১১৪
দক্ষিন আফ্রিকা ৪৬ ৫১৩১ ১১২
শ্রীলংকা ৫৫ ৫৮১১ ১০৬
বাংলাদেশ ২৯ ২৬৩৮ ৯১
ওয়েস্টইন্ডিজ ৩৫ ৩০৯৪ ৮৮
পাকিস্তান ৪৫ ৩৯১৫ ৮৭
আয়ারল্যান্ড ১১ ৫৪৯ ৫০
জিম্বাবুয়ে ৩০ ১৩১৯ ৪৪
আফগানিস্তান ১৫ ৬১৮ ৪১

বাংলাদেশ সময়: ১৫:১৯:৫৮   ৩৯৭ বার পঠিত