শনিবার, ২০ জুন ২০১৫

রোহিঙ্গাদের সহায়তায় ৩৫ লাখ ডলার দেয়ার প্রস্তাব জাপানের

Home Page » আজকের সকল পত্রিকা » রোহিঙ্গাদের সহায়তায় ৩৫ লাখ ডলার দেয়ার প্রস্তাব জাপানের
শনিবার, ২০ জুন ২০১৫



1434782116.jpgবঙ্গনিউজ ডটকমঃ নৌকায় আটকা পড়া মায়ানমারের রোহিঙ্গাদের সহায়তায় ৩৫ লাখ ডলার দেয়ার প্রস্তাব করেছে জাপান।

 

শনিবার এক বক্তৃতায় জাপানের পররাষ্ট্র মন্ত্রী ফুমিও কিশিদা বলেন, নারী ও শিশুসহ যেসব অনিয়মিত অভিবাসী ভারত মহাসাগর পাড়ি দেয়ার চেষ্টা করছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। ফলে জাপান জাতিসংঘের শরণার্থী সংস্থার মতো আন্তর্জাতিক সংস্থাসমূহের মাধ্যমে ৩৫ লাখ ডলার সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ অর্থ এসব অভিবাসীর খাদ্য ও আশ্রয় ছাড়াও সমুদ্রে তাদের গতিবিধি নিয়ে তথ্য বিশ্লেষণের কাজেও ব্যবহৃত হবে।

 

উল্লেখ্য, মায়ানমারে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের অভিযোগ তারা দেশটির সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ সরকার দ্বারা নানা ধরনের নির্যাতন ও বৈষম্যের শিকার হয়ে আসছে। মায়ানমার সরকার তাদের ন্যূনতম নাগরিকত্বের স্বীকৃতি দিতেও অনিচ্ছুক।

বাংলাদেশ সময়: ১৪:২১:০৬   ৩৪২ বার পঠিত