বৃহস্পতিবার, ১৮ জুন ২০১৫
হাল ধরেছেন সাকিব আর সাব্বির
Home Page » এক্সক্লুসিভ » হাল ধরেছেন সাকিব আর সাব্বিরবঙ্গনিউজ ডটকমঃ মিরপুরে ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে বাংলাদেশের হাল ধরেছেন সাকিব আল হাসান আর সাব্বির রহমান। চারপর চারটি উইকেট পড়ে যাওয়ার পর কিছুটা এলোমেলো হয়ে গিয়েছিল বাংলাদেশের ইনিংস। সেই অবস্থা থেকে তারা দলকে রক্ষা করেন। ফলে ৩৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২১৩ রান। সাকিব ৩৭ সাব্বির ৩২ রান করেছেন।
এর আগে টসে জিতে ব্যাট নিয়েছিল বাংলাদেশ এবং দুর্দান্ত সূচনা করেছিল। মিরপুরে আজ বৃহস্পতিবার ওপেনিং জুটিতে তামিম ইকবাল আর সৌম্য সরকার রান করেছিলেন ১০২ রান। ভারতের বিরুদ্ধে ওপেনিং জুটিতে এটাই রেকর্ড পার্টনারশিপ। দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হন সৌম্য সরকার। তারপর নামে বৃষ্টি। এরপর যখন খেলা শুরু হলো তখন সেই ছন্দ আর ফিরে পায়নি বাংলাদেশ। একের পর এক উইকেট যেতে থাকে।
১ উইকেটে ১০২ থেকে ২৪ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৪৬ রান।
তামিম ৬০ রানে বিদায় নেন। এরপর লিটন দাস ৮, মুশফিকুর রহীম ১৮ রানে আউট হন।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
ভারত একাদশ : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, ভুবেনশ্বর কুমার, উমেশ যাদব ও মোহিত শর্মা।
বাংলাদেশ সময়: ১৮:৩১:৩৪ ৩৬২ বার পঠিত