হাল ধরেছেন সাকিব আর সাব্বির

Home Page » এক্সক্লুসিভ » হাল ধরেছেন সাকিব আর সাব্বির
বৃহস্পতিবার, ১৮ জুন ২০১৫



31493_187.jpgবঙ্গনিউজ ডটকমঃ মিরপুরে ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে বাংলাদেশের হাল ধরেছেন সাকিব আল হাসান আর সাব্বির রহমান। চারপর চারটি উইকেট পড়ে যাওয়ার পর কিছুটা এলোমেলো হয়ে গিয়েছিল বাংলাদেশের ইনিংস। সেই অবস্থা থেকে তারা দলকে রক্ষা করেন। ফলে ৩৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২১৩ রান। সাকিব ৩৭ সাব্বির ৩২ রান করেছেন।
এর আগে টসে জিতে ব্যাট নিয়েছিল বাংলাদেশ এবং দুর্দান্ত সূচনা করেছিল। মিরপুরে আজ বৃহস্পতিবার ওপেনিং জুটিতে তামিম ইকবাল আর সৌম্য সরকার রান করেছিলেন ১০২ রান। ভারতের বিরুদ্ধে ওপেনিং জুটিতে এটাই রেকর্ড পার্টনারশিপ। দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হন সৌম্য সরকার। তারপর নামে বৃষ্টি। এরপর যখন খেলা শুরু হলো তখন সেই ছন্দ আর ফিরে পায়নি বাংলাদেশ। একের পর এক উইকেট যেতে থাকে।
১ উইকেটে ১০২ থেকে ২৪ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৪৬ রান।
তামিম ৬০ রানে বিদায় নেন। এরপর লিটন দাস ৮, মুশফিকুর রহীম ১৮ রানে আউট হন।

বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
ভারত একাদশ : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, ভুবেনশ্বর কুমার, উমেশ যাদব ও মোহিত শর্মা।

বাংলাদেশ সময়: ১৮:৩১:৩৪   ৩৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ