বৃহস্পতিবার, ১৮ জুন ২০১৫

কেনিয়ার এইচআইভি আক্রান্ত শিশুদের তথ্য ধ্বংস করার দাবি

Home Page » বিবিধ » কেনিয়ার এইচআইভি আক্রান্ত শিশুদের তথ্য ধ্বংস করার দাবি
বৃহস্পতিবার, ১৮ জুন ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ কেনিয়ার মানবাধিকার কর্মীরা সেদেশের যেসব শিশুরা এইচআইভি আক্রান্ত তাদের সম্পর্কে তথ্য ধ্বংস করার দাবি জানিয়ে আজ দেশটির আদালতে আবেদন করেছে।

তাদের যুক্তি এই তথ্য সংগ্রহের প্রক্রিয়া দেশটির সংবিধান লঙ্ঘন করে।

গত ফেব্রয়ারীতে দেশটির প্রেসিডেন্ট এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগকে দেওয়ার নির্দেশ দেন।

শিশুদের নাম, স্কুলের নাম, তাদের বাবা-মা অথবা পরিবারের আর কেউ আক্রান্ত কিনা এসব তথ্য দিতে বলা হয়।

কেনিয়ার মানবাধিকার কর্মীদের সংগঠন কেলিন ও নাইআমবানি এবং আরো দুটি দল যৌথ ভাবে আদালতে এই আবেদন করে।

মামলার কাজ আজ বুধবার শুরু হয়েছে এর পরবর্তী শুনানি হবে ১০শে জুলাই।

জাতিসংঘের হিসেব মতে কেনিয়াতে ১৬ লাখের বেশি মানুষ এইচআইভি আক্রান্ত।

এদের মধ্যে এক লাখ নব্বই হাজার শিশু রয়েছে যাদের বয়স ১৪ বছরের নিচে।

মানবাধিকার কর্মীরা বলছেন শিশুদের তথ্য সংগ্রহের এ প্রক্রিয়াটি এইচআইভি নিয়ে আফ্রিকার ‘অপবাদকে’ আরো উৎসাহিত করবে।

বাংলাদেশ সময়: ৯:২২:৩০   ৪০০ বার পঠিত