বৃহস্পতিবার, ১৮ জুন ২০১৫
স্যামসাং আনছে ঈদ অফার
Home Page » এক্সক্লুসিভ » স্যামসাং আনছে ঈদ অফার
বঙ্গনিউজ ডটকমঃ স্যামসাংয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্যামসাং জেড১, গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম, গ্যালাক্সি এইস নেক্সট আর গ্যালাক্সি এস ডুয়োস- এই স্মার্টফোনগুলো মাসব্যাপী এই অফারের আওতায় থাকবে। এই হ্যান্ডসেটগুলো কেনার সময় গ্রাহকরা পাবেন নিশ্চিত ১ হাজার টাকা ক্যাশব্যাক আর একটি সিরিয়াল নাম্বার। ওই সিরিয়াল নাম্বার ৬৯৬৯ নাম্বারে এসএমএস করলে ফিরতি এসএমএসে গ্রাহককে জানিয়ে দেওয়া হবে তিনি টিভি জিতেছেন কিনা।
প্রতিদিন তিনজন ভাগ্যবান পাবেন টিভি জেতার সুযোগ। বাংলাদেশের সব গ্রাহকের জন্য এই অফার প্রযোজ্য।
অফার সম্পর্কে স্যামসাং বাংলাদেশ এর হেড অফ মোবাইল হাসান মেহদী বলেন, “আমরা সবসময়ই আমাদের গ্রাহকদের নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি।”
এই স্মার্টফোনগুলো দেশের সব কয়টি স্যামসাং স্টোরে পাওয়া যাবে। স্যামসাং জেড১-এর দাম ৬ হাজার ৯শ’ টাকা, গ্যালাক্সি এইস নেক্সটের দাম ৭ হাজার ৯শ’ ৯০ টাকা, গ্যালাক্সি এস ডুয়োস ৩-এর দাম ৯ হাজার ৯শ’ ৯০ টাকা আর গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইমের দাম ১৯ হাজার ৯শ’ টাকা।
বাংলাদেশ সময়: ৯:১৫:২১ ৪৬৮ বার পঠিত