বৃহস্পতিবার, ১৮ জুন ২০১৫

মানুষের ঘুরে দাঁড়ানোর চিত্র দেখে অভিভূত হলেন নেদারল্যান্ডসের মন্ত্রী

Home Page » আজকের সকল পত্রিকা » মানুষের ঘুরে দাঁড়ানোর চিত্র দেখে অভিভূত হলেন নেদারল্যান্ডসের মন্ত্রী
বৃহস্পতিবার, ১৮ জুন ২০১৫



image_234908nedarland0.jpgবঙ্গনিউজ ডটকমঃ সিডর, আইলা ও মহাসেন বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে এবং মানুষের ঘুরে দাঁড়ানোর চিত্র দেখে অভিভূত নেদারল্যান্ডসের অবকাঠামো উন্নয়ন ও পরিবেশমন্ত্রী মেলানী স্যুজ ভান।

তিনি বলেন, অল্প কয়েক দিনেই এ সব এলাকার মানুষ অনেক উন্নতি করেছে, স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। আর বিষয়টি দেখে আমি অভিভূত।

মন্ত্রী এলাকার অধিকতর উন্নয়নে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতার আশ্বাস দেন। বুধবার দুপুরে দেশটির সরকারের অর্থায়নে পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের ভুতুমিয়া এলাকা পরিদর্শনকালে তিনি এ অভিব্যক্তি প্রকাশ করেন। এ সময় তিনি ব্লু গোল্ড প্রকল্প ও ম্যাক্স ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত মানুষের সঙ্গে কথা বলেন।

মেলানী স্যুজ ভানের সঙ্গে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। এ ছাড়া ভানের সফরসঙ্গী হিসেবে আছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল, ম্যাক্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা স্টিভেন লি পোল ও ওকা লি পোল, কান্ট্রি ডিরেক্টর ইমাম মাহমুদ রিয়াদ প্রমুখ।

মেলানী স্যুজ ভান আরও বলেন, আমার দেখে ভাল লাগছে যে, দুর্গত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ব্লু গোল্ড বেড়িবাঁধ নির্মাণ করছে। একই সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশন মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও মাতৃসেবা কার্যক্রম এবং পানি ব্যবস্থাপনা ও স্যানিটেশনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

তিনি এ সময় এলাকাবাসীর সঙ্গে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন।

পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এলাকার নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ম্যাক্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা স্টিভেন লি পোল বলেন, আমি আমার আট মাস বয়সী শিশু ম্যাক্সকে হারিয়েছি। আমি চাই না আর একটি শিশুও তার মতো মারা যাক। তাই ম্যাক্স ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের শিশু ও মায়েদের সুস্বাস্থ্য ও উন্নয়নে ভূমিকা রাখতে চাই।

কান্ট্রি ডিরেক্টর ইমাম মাহমুদ রিয়াদ বলেন, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় শিশু ও মাতৃমৃত্যু এবং স্যানিটেশন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে ম্যাক্স ফাউন্ডেশন। :

বাংলাদেশ সময়: ৮:৪৪:৪৪   ৩৪১ বার পঠিত