বুধবার, ১৭ জুন ২০১৫
পুলিশি সহযোগিতায় মানব পাচার হয়েছে
Home Page » আজকের সকল পত্রিকা » পুলিশি সহযোগিতায় মানব পাচার হয়েছেবঙ্গনিউজ ডটকমঃ বৃহত্তর ঈদগাঁও’র পোকখালী, ইসলামপুর, ইসলামাবাদ ও চৌফলদ-ী সংলগ্ন মহেশখালী চ্যানেল মানব পাচারের নিরাপদ জোনে পরিণত হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় সুবিধাভোগী চিহ্নিত দালালরা দীর্ঘদিন এ জঘন্য অপকর্মে লিপ্ত রয়েছে। তাই জনপ্রতিনিধিসহ সকলকে পুলিশের বিচার দাবিতে সোচ্চার হতে হবে। ঈদগাঁওতে মানব পাচারবিরোধী এক সভায় উপরোক্ত কথা বলেছেন বক্তারা। বক্তৃতায় বিভিন্নজন অভিযোগ করেন, কথায় কথায় মানব পাচার মামলায় জড়িত করার হুমকি দিয়ে পুলিশ ও দালালরা টু-পাইস কামিয়ে নিচ্ছে। কিন্তু চিহ্নিত দালালরা রয়েছে গেছে ধরাছোঁয়ার বাইরে। প্রশাসনিক সহযোগিতায় পাচারকৃতদের ঠাঁই হচ্ছে মাঝ সমুদ্র ও থ্যাইল্যান্ডের গণকবরে। সেখানকার গভীর জঙ্গলে নিয়ে তাদের নির্যাতনের মাধ্যমে আত্মীয়স্বজনদের কাছ থেকে অবৈধ উপায়ে লাখ লাখ টাকা আদায় করছে পাচারকারীরা। তাই জনপ্রতিরোধ ও সর্বাত্মক জনসচেতনতার মাধ্যমে সাগরপথে মানব পাচার বন্ধ করতে হবে। এর কারণে গোটা বিশ্ববাসীর কাছে আমাদের ভাবমূর্তি চরমভাবে বিনষ্ট হচ্ছে। মানবসম্পদ রক্ষা করা আমাদের ঈমানী দায়িত্ব। মানব পাচারে জড়িত সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ও জনসম্মুখে দালালদের তালিকা প্রকাশ এখন সময়ের দাবি। ১৬ জুন সকালে ঈদগাঁও বাসস্টেশনস্থ পাহাড়িকা কমিউনিটি সেন্টারে কক্সবাজার সদর উপজেলা প্রশাসন আয়োজিত মানব পাচারবিরোধী উদ্বুদ্ধকরণ সমাবেশে এসব কথা উঠে আসে। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম. রহিম উল্লাহ। ঈদগাঁও চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ চেয়ারম্যান আমান উল্লাহ ফরাজী, ইসলামপুর চেয়ারম্যান মাস্টার আবদুল কাদের, ইসলামাবাদ চেয়ারম্যান নুরুল হক, সদর উপজেলা আ’লীগ সভাপতি আবু তালেব, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. শামশুল হুদা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক মাস্টার নুরুল আজিম প্রমুখ। সমাবেশে মাদক ও ইয়াবা ব্যবসায়ীদের আইনের আওতায় আনা, সর্বাগ্রে নিজেদের সচেতন করা ও প্রয়োজনে ওয়ার্ডভিত্তিক প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব আসে। প্রধান অতিথি তার বত্তৃতায় ঈদগাঁও বাজার থেকে সর্বোচ্চ রাজস্ব আয় হয় জানিয়ে ঘোষণা দেন, এ বাজারকে একটি আদর্শ মডেল বাজারে পরিণত করার সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। সুন্দর ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে ইদগাঁও বাজারের দীর্ঘদিনের সমস্যা পানি নিষ্কাশনের সষ্কু ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্নজন অভিযোগ করেন, ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের বর্তমান আইসি মিনহাজ মাহমুদ যোগদানের পর থেকে জেলাভিত্তিক মানব পাচারকারীদের সাথে অর্থের বিনিময়ে সখ্য গড়ে তুলেন। তার প্রত্যক্ষ মদদে বিগত ৮ মাসে বৃহত্তর ঈদগাঁও’র উপকূলীয় বিভিন্ন পয়েন্ট দিয়ে সমুদ্রপথে হাজারও আদম সন্তান মালয়েশিয়া পাচার হয়ে গেছে। বর্তমানে চিহ্নিত মানব পাচারকারীদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ/জিডি থাকলেও আইসির নেক নজরে থাকার ফলে কেউ গ্রেফতার হয়নি। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, রাজনীতিক, সমাজসেবক, জনপ্রতিনিধি, সাধারণ জনতাসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।
বাংলাদেশ সময়: ৯:৩১:২৭ ৩৭৮ বার পঠিত