বুধবার, ১৭ জুন ২০১৫
বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে পবিত্র মাহে রমজান
Home Page » আজকের সকল পত্রিকা » বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে পবিত্র মাহে রমজানবঙ্গনিউজ ডটকমঃ বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে শুরু হবে পবিত্র রমজান। সে মোতাবেক বুধবার তারাবি নামাজ ও দিবাগত ভোর রাতে খেতে হবে সেহরি। ১৪৩৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের তারিখ নির্ধারণে বুধবার বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা সাড়ে ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেবেন।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিচে দেওয়া টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যক্স নম্বর: ৯৫৬৩৩৯৭।
বাংলাদেশ সময়: ১:৩২:০৩ ৩৯০ বার পঠিত