বুধবার, ১৭ জুন ২০১৫

যৌথ প্রযোজনার সিনেমায় সোহম-মিম

Home Page » বিনোদন » যৌথ প্রযোজনার সিনেমায় সোহম-মিম
বুধবার, ১৭ জুন ২০১৫



2inu.JPGবঙ্গনিউজ ডটকমঃ সোমবার ঢাকার এক হোটেলে আয়োজিত মহরত অনুষ্ঠানে যোগ দেন সোহম। সংবাদ সম্মেলনের ফাঁকে গ্লিটজকে জানালেন, পশ্চিমবঙ্গে বেড়ে উঠলেও তার আদি বাড়ি ময়মনসিংহে। পিতামহের ভিটে ‘ভীষণ টানছে’ তাকে। বাংলাদেশ অংশের শুটিংয়ের সময় সুযোগ পেলেই তিনি ছুটে যাবেন সেখানে।

সিনেমাটি নিয়ে সোহম বললেন, “যৌথ প্রযোজনার সিনেমাতে প্রথমবারের মতো কাজ করলেন পরিচালক রাজা আমার জন্য নতুন নন। তার সঙ্গে এটি আমার চতুর্থ সিনেমা। রাজাকে খুব ভালোই জানাশোনা আছে। তার উপর খুব আস্থা আছে।”

তিনি আরও বলছিলেন, “দুই বাংলাকে একত্রিত করার একটি বড় উদ্যোগের ছোট্ট একটি অংশ হতে পেরে আমি সত্যিই গর্বিত। বাংলাদেশের সিনেমাতে কাজ করার ইচ্ছা ছিল বহুদিনের। এতদিন পর সেই ইচ্ছা সত্যি হল।”

বাংলাদেশে পা রেখেই সোহম টের পেয়েছেন এদেশে তার অনেক ভক্ত রয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোহম বলেন, “এখানে আমার এত ভক্ত! আমি সত্যি ভাবতে পারিনি। সবার এত উচ্ছ্বাস, এত ভালোবাসায় আমি অভিভূত। সবাইকে একটি ভালো সিনেমা উপহার দেবার চ্যালেঞ্জ আমি জিতবই।”

দুই দেশের বাজার নিয়েও সোহম বললেন, “দুদেশের বাজার এখন ভালো যাচ্ছে না। অনেক বিগ বাজেটের সিনেমাও ব্যবসা করতে পারছে না। আমরা ভালো গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে পারছি না। আমরা অনেক সময় জানি না দর্শক কি চায়। যদি বাঙালি সংস্কৃতি বজায় রেখে আমরা সিনেমা বানাতে পারি, তবে দর্শক সত্যি হলে আসবে। দক্ষিণী সিনেমার কপিরাইট এনে সিনেমা নির্মাণ বন্ধ করা উচিত। বন্ধ করা উচিত নকলবাজি। আমার বিশ্বাস তবেই ঘুরে দাঁড়াবে আমাদের চলচ্চিত্র।”

সোহমের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়ে মিম বলছেন, “সিনেমাটি নিয়ে সত্যিই এক্সাইটেড আমি। কবে যে শুটিং শুরু হবে। সোহমের সিনেমাগুলো আমার দেখা হয়ে গেছে। তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আমরা একটি দারুণ সিনেমা নিয়ে আসছি।”

 

প্রযোজকের খাতা থেকে পরিচালকের খাতায় নাম লেখানো কিবরিয়া লিপু বলেন, “দর্শকের মনোরঞ্জনের জন্য দারুণ গল্প আর আধুনিক কারিগরি নিয়ে নিমির্ত হবে ‘রকেট’ সিনেমাটি।”

ভারতীয় পরিচালক রাজা চন্দ এক অডিও বার্তায় জানান, তার অনেকদিনের ইচ্ছা ছিল বাংলাদেশের সঙ্গে সিনেমা নির্মাণ করবেন।

আরও বললেন, “সিনেমাটি নিয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। প্রথমবারের মতো যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ করতে যাচ্ছি। চ্যালেঞ্জ তাই একটু বেশি।”

১৯৮৮ সালে মাত্র ২ বছর বয়সে ‘ছোট বউ’ চলচ্চিত্রের শিশুশিল্পী হিসেবে অভিষেক হয় সোহম চক্রবর্তীর। তার অনেক পরে ২০০৭ সালে তরুণ মজুমদারের ‘চাঁদের বাড়ি’ চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সোহম। এরপর বেশ কটি সিনেমাতে অভিনয় করলেও সাফল্য আসে ২০০৯ সালে ‘প্রেম আমার’ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর ‘অমানুষ’, ‘আতঙ্ক’, ‘বোঝে না সে বোঝে না’, ‘বাঙালি বাবু ইংলিশ মেম’, ‘গল্প হলেও সত্যি’, ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’ সহ বেশকটি সিনেমাতে অভিনয় করে টালিগঞ্জে আলোচনায় উঠে আসেন।

মিম এখন অভিনয় করছেন ওয়াজেদ আলী সুমনের ‘সুইটহার্ট’ সিনেমাতে। ঈদ-উল-ফিতরে মুক্তি পেতে পারে তার অভিনীত ‘পদ্মপাতার জল’ সিনেমাটি।

বাংলাদেশ সময়: ১:১৮:৪৬   ৩৭০ বার পঠিত