বুধবার, ১৭ জুন ২০১৫

ঢাকায় ১২টি ভবন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত, ৬৪৬৮টি পরিত্যক্ত

Home Page » আজকের সকল পত্রিকা » ঢাকায় ১২টি ভবন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত, ৬৪৬৮টি পরিত্যক্ত
বুধবার, ১৭ জুন ২০১৫



vumikompo.jpgবঙ্গনিউজ ডটকমঃ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জাতীয় সংসদকে জানিয়েছেন, রাজধানীতে ভূমিকম্পে ১২টি ভবন প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রাথমিক তদন্তের পর এসব ভবন আংশিক বা সম্পূর্ণ অপসারণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সংসদে টেবিলে উপস্থাপিত মনোয়ারা বেগমের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দেন।

পূর্তমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত এসব ভবন অপসারণে প্রাথমিক সহায়তার জন্য বুয়েটের পরামর্শ চাওয়া হয়। বুয়েটের পরামর্শ মোতাবেক ভবন মালিকদের সম্পূর্ণ বা ভবনের অংশবিশেষ অপসারণের নির্দেশনা দেয়া হয়েছে। তিনি জানান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যান এলাকায় যেসব ঝুঁকিপূর্ণ ভবন আছে, সেগুলো চিহ্নিত করে ভবন মালিকদের জানানো হয়েছে। তবে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ ও সেগুলোকে বসবাসের অনুপযোগী ঘোষণার দায়িত্ব মূলত স্থানীয় সরকার কর্তৃপক্ষের। তবে চট্টগ্রাম মহানগরী এলাকায় অবস্থিত ঝুঁকিপূর্ণ ইমারত চিহ্নিত করার দায়িত্ব চট্টগ্রাম সিটি করপোরেশনের। এজন্য চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ইতোমধ্যে একটি তালিকা পাঠানো হয়েছে। উচ্চ ভূমিকম্পে ঝুঁকির বিষয়ে বিবেচনা করে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কার্যক্রম অব্যাহত আছে বলেও জানান ইঞ্জিনিয়ার মোশাররফ।

ঢাকায় পরিত্যক্ত বাড়ি ৬৪৬৮টি : সেলিনা বেগমের এক প্রশ্নের জবাবে গৃহায়ন মন্ত্রী সংসদকে জানান, ১৯৮৬ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত গেজেট অনুযায়ী ঢাকা শহরে ৬ হাজার ৪৬৮টি পরিত্যক্ত বাড়ি রয়েছে। এরমধ্যে ‘ক’ তালিকাভুক্ত ৫ হাজার ২৫টি। এগুলোর মধ্যে আবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য সংরক্ষিত ২৪৩টি। এসব বাড়ির মধ্যে ২ হাজার ৬৯৭টি বিক্রি করা হয়েছে। এছাড়া আদালতের নির্দেশে ১ হাজার ১৫টি বাড়ি অবমুক্ত করা হয়েছে।

আয়েন উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী মোশাররফ হোসেন জানান, আধুনিক নগরায়নের জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে আবাসিক এলাকা গড়ে তোলার পরিকল্পনা আছে। ইতোমধ্যে মিরপুর কালশিতে ‘মিরপুর ইন্টিগ্রেটেড টাউনশিপ ডেভেলপমেন্ট’ শীর্ষক পাইলট প্রকল্পটি পিপিপি’র মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। প্রকল্পটির জন্য ইনভেস্টর (বিনিয়োগকারী) নির্বাচনের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে। চলতি বছর অর্থাত্ ২০১৫ সালের ডিসেম্বর নাগাদ নির্বাচিত বিনিয়োগকারীকে কার্য?াদেশ প্রদান এবং তাদের সাথে চুক্তি করা হবে।

এরশাদের পতনের পর মন্ত্রী ১৫৯ জন : সংসদকার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী সরকারি দলের গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে সংসদকে জানান, ‘হুসেইন মুহাম্মদ এরশাদের স্বৈরতান্ত্রিক সরকারের পতনের পর এ পর্যন্ত ১৫৯ মন্ত্রী, ১২৭ জন প্রতিমন্ত্রী এবং ১২ জন উপমন্ত্রী হয়েছেন। এই সময়ে ৬ জন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ বার (চলতি দশম সংসদসহ) এবং খালেদা জিয়া ৩ বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। যদিও দশম সংসদের মন্ত্রীদের তালিকা প্রকাশ করেননি তিনি।

নৌ মন্ত্রণালয়ের করা মামলা নিষ্পত্তি না হওয়ায় ক্ষোভ : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার দায়ের করা মামলাগুলো বছরের পর বছর ধরে চললেও অজ্ঞাত কারণে নিষ্পত্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

টেক্সটাইল খাতে সহযোগিতা বাড়াবে নেদারল্যান্ড : জ্বালানি, শিক্ষা, কৃষি, পর্যটন, টেক্সটাইল, পানিসম্পদ উন্নয়ন, অবকাঠামো তৈরিসহ বিভিন্ন সেক্টরে ভবিষ্যতে সহযোগিতা আরও বৃদ্ধির আশ্বাস দিয়েছে নেদারল্যান্ড। বাংলাদেশে সফররত নেদারল্যান্ডের ফরেন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট কো-অপারেশন মন্ত্রী লিলিয়ান প্লাউমেন গতকাল জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত্ করে এ আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১:০৮:২৩   ৫২৫ বার পঠিত