বুধবার, ১৭ জুন ২০১৫
মানবতাবিরোধী অপরাধ : সালাহউদ্দিন কাদের চৌধুরীর আপিল শুনানি শুরু
Home Page » আজকের সকল পত্রিকা » মানবতাবিরোধী অপরাধ : সালাহউদ্দিন কাদের চৌধুরীর আপিল শুনানি শুরুবঙ্গনিউজ ডটকমঃ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদ-ের রায়ের বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর আপিল শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্ব চার সদস্যের আপলি বেঞ্চ গতকাল মঙ্গলবার প্রথম দিনের মতো শুনানি গ্রহণ করেন। আপিল বেঞ্চের অপর সদস্যরা হলেনÑবিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এটি আপিল আদালতে আসা মানবতাবিরোধী অপরাধের পঞ্চম মামলা, যার ওপর শুনানি শুরু হলো। গতকাল সকাল পৌনে ১১টা থেকে শুরু হয়ে মাঝে আধাঘণ্টা বিরতি দিয়ে সোয়া ১টা পর্যন্ত শুনানি চলে।আদালতে সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন ও এসএম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক।এসএম শাহজাহান পরে সাংবাদিকদের বলেন, “পেপারবুক থেকে সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগগুলো পড়ে শোনানো হয়েছে। এর মধ্যে দ্বিতীয় অভিযোগের পক্ষে রাষ্ট্রপক্ষের সাক্ষী সিরাজুল ইসলামের জবানবন্দি ও জেরা উপস্থাপন শেষ হয়েছে। বুধবারও (আজ) এ মামলার শুনানি চলবে বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক জানান।রাউজানে কুন্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যা, সুলতানপুর ও ঊনসত্তরপাড়ায় হিন্দু বসতিতে গণহত্যা এবং হাটহাজারীর এক আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে অপহরণ করে খুনের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় দেন। এছাড়া হত্যা, গণহত্যার পরিকল্পনা সহযোগিতা এবং লুটপাট, অগ্নিসংযোগ ও দেশান্তরে বাধ্য করার মতো তিনটি অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে ২০ বছর কারাদ- দেয়া হয়। অপহরণ ও নির্যাতনের দুটি ঘটনায় তাকে দেয়া হয় পাঁচ বছর করে কারাদ-। রায়ে বলা হয়, প্রসিকিউশন তার বিরুদ্ধে ২৩টি অভিযোগ এনেছে, তার মধ্যে নয়টি (২ থেকে ৮, ১৭ ও ১৮ নম্বর অভিযোগ) সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। ১, ১০, ১১, ১২, ১৪, ১৯, ২০ ও ২৩ নম্বর অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি। আর প্রসিকিউশন শুনানির সময় কোনো সাক্ষী হাজির করতে না পারায় ৯, ১৩, ১৫, ১৬, ২১ ও ২২ নম্বর অভিযোগের মূল্যায়ন করেনি ট্রাইব্যুনাল। সকল দ- থেকে বেকসুর খালাস চেয়ে ২০১৩ সালের ১০ অক্টোবর ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী।
বাংলাদেশ সময়: ০:৫৭:১৫ ৩৭২ বার পঠিত