বুধবার, ১৭ জুন ২০১৫

আজ সারাদেশে হরতাল ডেকেছে জামায়াত

Home Page » আজকের সকল পত্রিকা » আজ সারাদেশে হরতাল ডেকেছে জামায়াত
বুধবার, ১৭ জুন ২০১৫



b14878a125e2f0bb1bd6ab2f031f15ca.jpgবঙ্গনিউজ ডটকমঃ আপিল বিভাগ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে। এ ঘটনায় আজ বুধবার সারাদেশে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে দলটি। গতকাল মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই হরতালের ডাক দেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।

এতে বলা হয়েছে, মুজাহিদের মৃত্যুদণ্ডে হতাশা প্রকাশ করে ও তিনিসহ আটক সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে আজ বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি পালিত হবে।

মকবুল আহমাদ বলেন, সরকারি ষড়যন্ত্রের শিকার আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তার আপসহীন নেতৃত্বে দিশেহারা হয়ে সরকার তাকে হত্যার উদ্দেশে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে মামলা দায়ের করে।

তিনি বলেন, ট্রাইব্যুনাল মুজাহিদকে ১, ৬, এবং ৭ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। তিনি এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন। আপিল খারিজ করে ৬ নম্বর অভিযোগে ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড বহাল রাখে সুপ্রিম কোর্ট। এ রায়ে মুজাহিদ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। দেশের জনগণ এ রায়ে হতাশ হয়েছে।

তিনি বলেন, সরকারের দায়ের করা মামলাটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। এই মামলার তদন্তকারী কর্মকর্তা স্বীকার করেছেন যে, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মুজাহিদের বিরুদ্ধে ফরিদপুর জেলাধীন কোনো থানায় বা বাংলাদেশের অন্য কোনো থানায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে সংঘটিত কোনো অপরাধের জন্য মামলা হয়েছে, এমন তথ্য তিনি তার তদন্তে পাননি।

মকবুল আহমাদ হরতাল শান্তিপূর্ণভাবে সফল করার জন্য দেশের বুদ্ধিজীবী, পেশাজীবী, আইনবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ০:৫১:৩৬   ৩৬২ বার পঠিত