মঙ্গলবার, ১৬ জুন ২০১৫

রায়ের ব্যাপারে মুজাহিদের ছেলে যা বললেন

Home Page » আজকের সকল পত্রিকা » রায়ের ব্যাপারে মুজাহিদের ছেলে যা বললেন
মঙ্গলবার, ১৬ জুন ২০১৫



30903_199.jpgবঙ্গনিউজ ডটকমঃ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায়ের প্রতিক্রিয়ার মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর বলেন, যেহেতু ট্রাইব্যুনালে আমরা ন্যায়বিচার পাইনি, সেহেতু ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছিলাম। কিন্তু এখানেও ন্যায়বিচার পাইনি। আমরা সংক্ষুব্ধ। এখন আইনজীবীদের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেব। তিনি বলেন, বুদ্ধিজীবী হত্যার যে অভিযোগে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে, সেখানে কাকে হত্যা করা হয়েছে তা অভিযোগে নেই। কোনো ভিকটিম পরিবারের সদস্য এসে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেয়নি। এ অভিযোগে কিভাবে মৃত্যূদণ্ড বহাল থাকলো তা আমার কাছে মিসট্রেরিয়াস (রহস্যময়)। -

বাংলাদেশ সময়: ১৩:৫১:০৮   ৩৫৩ বার পঠিত