বৃহস্পতিবার, ১১ জুন ২০১৫

শুক্রবার ঢাকাসহ ৬ জেলায় গুগল আইও রিক্যাপ সম্মেলন

Home Page » জাতীয় » শুক্রবার ঢাকাসহ ৬ জেলায় গুগল আইও রিক্যাপ সম্মেলন
বৃহস্পতিবার, ১১ জুন ২০১৫



image_129288_0.jpgকাঞ্চন বঙ্গ-নিউজ ডটকম: প্রযুক্তির চমকপ্রদ সব ব্যবহার দেখানো ছাড়াও গুগলের নতুন সব পণ্যের ঘোষণা দেয়া হয় গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন গুগল আইও-তে। এ বছর বাংলাদেশ থেকে পাঁচজন অংশ নেবে এই প্রোগ্রামে। তারই ধারাবাহিকতায় শুক্রবার বাংলাদেশে আয়োজন করা হয়েছে ‘গুগল আইও রিক্যাপ বাংলাদেশ’।রাজধানীসহ দেশের ছয়টি শহরে অনুষ্ঠিত হচ্ছে ডেভেলপারদের সবচেয়ে বড় এই সম্মেলন। সম্মেলনে পরিধানযোগ্য গ্যাজেট, অ্যান্ড্রয়েড, ক্লাউড কম্পিউটিং, গুগল গ্লাস, গুগল ট্রান্সলেশন সহ গুগলের বিভিন্ন ধরনের উদ্ভাবন প্রদর্শন ও এর ব্যবহার নিয়ে আলোচনা করা হবে।

গুগলের কমিউনিটি-গুগল ডেভেলপার গ্রুপ এবং গুগল বিজনেস গ্রুপগুলো যৌথভাবে সম্মেলনে অংশগ্রহণ করছে। অনুষ্ঠান উপলক্ষে ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, দিনাজপুর ও খুলনাতে লাইভ ভিউয়িং পার্টিরও ব্যবস্থা করা হয়েছে। এই ভিউয়িং পার্টিতে আইও এর কিনোটসহ সেশনগুলো সরাসরি বড় পর্দায় দেখানো হবে।

শুক্রবার দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলা এই আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য নানান গেইমস ও উপহার দিয়ে চাঙ্গা রাখা হবে উৎসব ভাব।

অনুষ্ঠানের শেষ অংশে থাকছে কনসার্ট। আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে গুগল, এলিট মোবাইল এবং কখন ডট কম।

বাংলাদেশ সময়: ২২:১৪:৪৯   ৩৫৬ বার পঠিত