বুধবার, ১০ জুন ২০১৫
৬ সংখ্যার পাসকোড সেবা চালু করছে অ্যাপল।
Home Page » এক্সক্লুসিভ » ৬ সংখ্যার পাসকোড সেবা চালু করছে অ্যাপল।বঙ্গনিউজ ডটকমঃ আইওএস ডিভাইসের নিরাপত্তা বাড়াতে ৬ সংখ্যার পাসকোড সেবা চালু করছে অ্যাপল। সোমবারের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) ৪ সংখ্যার পাসকোডের নিরাপত্তা ব্যবস্থা ৬ সংখ্যার পাসকোড দিয়ে প্রতিস্থাপনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরেই আইওএস ৯-এর মাধ্যমে আইওএস ডিভাইস অভিষেক হবে ৬ সংখ্যার পাসকোডের। আইওএসের নতুন সংস্করণ আইফোন ৪এস ও আইপ্যাড ২ থেকে শুরু করে উভয় ডিভাইসের পরের মডেলগুলোতে চলবে বলে জানিয়েছে সাইটটি।
ডিভাইসে টাচআইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকলে ওএস আপডেট করার পর নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তনগুলো ব্যবহারকারীদের খুব একটা চোখে পরবে না বলে জানিয়েছে ম্যাশএবল।
আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই এমন ডিভাইসগুলোসহ আইওএস চালিত পুরনো মডেলগুলোতে ব্যবহারের জন্য আইওএসের নতুন সংস্করণটিতে বিশেষ নজর দিয়েছে অ্যাপল। আইওএসের নতুন সংস্করণটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন গতি ও ব্যাটারি লাইফ উভয়ই বাড়ে ডিভাইসগুলোর।
অন্যদিকে ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটার নিরাপত্তা ও ব্যবহার ইসুতে আরও শক্ত অবস্থান নিয়েছে অ্যাপল। অ্যাপল বিজ্ঞাপনের জন্য ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করে বিক্রি করে না বলে ডব্লিউডব্লিউডিসিতে দেওয়া নিজের বক্তব্যে উপস্থিতদের মনে করিয়ে দেন অ্যাপল প্রধান টিম কুক।
বাংলাদেশ সময়: ১৭:৩৫:২৩ ৩৪৬ বার পঠিত