বুধবার, ১০ জুন ২০১৫

ঢাকায় ডায়নোসর !

Home Page » এক্সক্লুসিভ » ঢাকায় ডায়নোসর !
বুধবার, ১০ জুন ২০১৫



image.jpgবঙ্গনিউজ ডটকমঃ স্টিভেন স্পিলবার্গের ‘জুরাসিক পার্ক’ সিরিজের চতুর্থ কিস্তি ‘জুরাসিক ওয়ার্ল্ড’ মুক্তি পাচ্ছে ১২ জুন। সারা বিশ্বের সঙ্গে একই দিনে সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন ঢাকার দর্শকরা। আর এ সুযোগ তৈরি করে দিচ্ছে যমুনা ব্লকাবাস্টার্স সিনেমাস।বহুল প্রতিক্ষীত এই সিনেমাটি আলোচনায় আছে দীর্ঘদিন ধরেই। ইউটিউবে প্রকাশের দুদিনেই দুই কোটি সিনেমাটির ট্রেইলার দেখে ফেলে দুই কোটি মানুষ। এখন পর্যন্ত আট কোটিরও বেশি ভিউ পেয়েছে ট্রেইলারটি।

পরিচালনা থেকে সরে এসে এবারও শুধু নির্বাহী প্রযোজক হিসেবেই সীমাবদ্ধ ছিল স্টিভেন স্পিলবার্গের ভূমিকা। ‘জুরাসিক পার্ক’ সিরিজের প্রথম দুটি সিনেমার পরিচালক এবং ‘জুরাসিক পার্ক থ্রি’র প্রযোজক তিনি।

সিরিজে প্রথমবারের মতো পরিচালক হিসেবে নাম লিখিয়েছেন কলিন ট্রেভারো। দায়িত্ব পেয়েই সিরিজের তিন গুরুত্বপূর্ণ চরিত্র ড. অ্যালান গ্রান্ট, ড. এলি স্যাটলার এবং ইয়ান ম্যালকমকে বাদ দিয়েছেন তিনি। ড. ডিএনএ নামের চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। স্যাম নীল, লরা ডার্ন এবং জেফ গোল্ডবামদেরও দেখা যাবে না এবার। ক্রিস প্র্যাট অভিনীত ওয়েন গ্রেডি, ব্রেইস ডালাস হাওয়ার্ড অভিনীত ক্লেয়ার এবং ইরফান খান অভিনীত মাসরানি চরিত্রগুলো যুক্ত হয়েছে এবার।

জুরাসিক পার্ক ও ইনজেন জেনেটিক কোম্পানির প্রতিষ্ঠাতা অধ্যাপক জন হ্যামন্ডের চরিত্রে স্যার রিচার্ড অ্যাটেনবরো নিয়মিত ছিলেন বলা যায়। এ কিস্তিতেও হয়তো আবির্ভূত হতেন তিনি। কিন্তু তিনি গত বছরের ২৪ অগাস্ট এ পৃথিবীতে ছেড়েছেন।

এবারের গল্প, ২২ বছর শেষে ডায়নোসরদের একটি থিম পার্ক তৈরি হয়েছে নুবলা দ্বীপে। পার্কটি বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে। আগের পর্বগুলোতে আতঙ্ক সৃষ্টি করা টি. রেক্স এখনও বহাল তবিয়তে। বয়স হলেও আরও বেশী হিংস্র সে। তার সঙ্গে যোগ দিয়েছে মোসাসুরাস, অ্যাঙ্কিলোসোরাস, গ্যালিমিমাসরা।

১৯৯০ সালে মাইকেল ক্রিকটনের লেখা উপন্যাস প্রকাশের আগেই ১৫ লাখ ডলারে কিনে নেন পরিচালক, প্রযোজক স্পিলবার্গ। স্ট্যান উইন্সটনের তৈরি বিশালাকার ডাইনোসরদের নিয়ে শুটিং হয় জুরাসিক পার্ক-এর।

১৯৯৩ সালে ‘জুরাসিক পার্ক’ মুক্তির পর আয় করেছে ৯০ কোটি ডলার। ‘টাইটানিক’ মুক্তি পা্ওয়ার আগ পর্যন্ত এটিই ছিল সর্বোচ্চ আয়কারী সিনেমা। তিনটি অস্কারসহ ঝুলিতে পুরেছে ২০টি পুরস্কার।

১৯৯৭ সালে ‘দ্য লস্ট ওয়ার্ল্ড: জুরাসিক পার্ক’ এবং ২০০১ সালে ‘জুরাসিক পার্ক থ্রি’ মুক্তি পায়। আয়ের দিক থেকে সিনেমাগুলো প্রথমটিকে ছাড়াতে না পারলেও প্রত্যাশা পূরণ করেছে ভালোভাবেই।

সিনেমাটি সারাবিশ্বে ১২ জুন মুক্তি পাবে। ব্লকবাস্টার্স সিনেমাসের পরিচালনা ও বিপণন বিভাগের ম্যানেজার আবদুস সামাদ বলেন, শুক্রবার দুপুর ১২টা থেকে প্রদর্শনী শুরু হবে। প্রতি দিন অন্তত পাঁচটি শো করার পরিকল্পনা রয়েছে।ঈদ-উল-ফিতর পর্যন্ত এভাবেই দেখানো হবে।

বাংলাদেশ সময়: ১১:২১:১৭   ৩৩৭ বার পঠিত