বুধবার, ১০ জুন ২০১৫
‘খাবারের বিষক্রিয়া’ অসুস্থ ১০
Home Page » সংবাদ শিরোনাম » ‘খাবারের বিষক্রিয়া’ অসুস্থ ১০বঙ্গনিউজ ডটকমঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দুপুরের খাবার খেয়ে একই পরিবারের ১০ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকরা বলছেন, তাদের অসুস্থতার কারণ ‘খাবারের বিষক্রিয়া’।মঙ্গলবার চরপোঁয়া গ্রামের গাজীবাড়ি এলাকায় রাসেল হোসেনের বাড়ির এ ঘটনায় অসুস্থদের সবাই নারী ও শিশু।
জেলা সদর হাসপাতালের চিকিৎসক বেলায়েত হোসেন জানান, রাত ১০টার দিকে ওই দশজনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে তার হাসপাতালে নিয়ে আসা হয়।
“খাবারে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে। তাদের স্যালাইন দেওয়া হয়েছে। অবস্থার উন্নতি না হলে ঢাকায় পাঠাতে হবে।”
গৃহকর্তা রাসেল হোসেন জানান, তার বৃদ্ধা মা অসুস্থ। অনেকেই দেখতে আসেন। মঙ্গলবার তার বোন ও তাদের সন্তানরাও বেড়াতে এসেছিলেন। তাই দুপুরে ‘একটু বেশি’ খাবারের আয়োজন করা হয়।
তিনি জানান, দুপুরে খাবারের তালিকায় ছিল ভাত, মুরগির মাংসের সঙ্গে শসা, ডাল ও দই।
দুপুরে খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বাড়ির লোকজন বমি করতে শুরু করে। পরে সন্ধ্যার দিকে তাদের স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাদের সদর হাসপাতালে নেওয়া হয় বলে জানান রাসেল।
বাংলাদেশ সময়: ১০:৫৪:৫৫ ৩০২ বার পঠিত