বুধবার, ১০ জুন ২০১৫
টসে হেরে ফিল্ডিং বাংলাদেশের
Home Page » ক্রিকেট » টসে হেরে ফিল্ডিং বাংলাদেশেরবঙ্গনিউজ ডটকমঃ শিখর ধাওয়ানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে দ্রুত রান তুলছে ভারত। ফতুল্লায় ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের শুরুতে আঁটসাঁট বোলিং করছিলেন মোহাম্মদ শহীদ ও সৌম্য সরকার। তবে পরে হাত খুলে মারা শুরু করেন ধাওয়ান।
৭ ওভার শেষে ভারতের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৩৫ রান। শিখর ধাওয়ান ৩৪ ও মুরালি বিজয় ১ রানে ব্যাট করছেন। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বুধবার সকাল সাড়ে নয়টায় টস জেতার পর কোহলি বলেন, ভালো ব্যাটিং উইকেটের পুরো সুবিধা নিতে চায় তারা।
বাংলাদেশের ৭৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে লিটন দাসের। টসে হারার পর বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম জানান, উইকেট আরো ধীর হবে সময় গড়ালে।
বাংলাদেশ দলে ফিরেছেন লেগস্পিনার জুবায়ের হোসেন। সাকিব আল হাসানসহ তাই চার জন স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। দলে বিশেষজ্ঞ পেসার কেবল মোহাম্মদ শহীদ।
বাংলাদেশ সময়: ১০:৫০:২৯ ২৭৮ বার পঠিত