মঙ্গলবার, ৯ জুন ২০১৫
চাপা ক্ষোভ শুধুই জয় চায় বাঙালি
Home Page » ক্রিকেট » চাপা ক্ষোভ শুধুই জয় চায় বাঙালিবঙ্গনিউজ ডটকমঃ বাংলাদেশ-ভারত সিরিজের একমাত্র টেস্ট শুরু হচ্ছে কাল। তবে উত্তাপটা টের পাওয়া যাচ্ছে আগে থেকেই। নেপথ্যে বিশ্বকাপের বিতর্কিত কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ওই ম্যাচের পর বাংলাদেশী ক্রিকেট সমর্থকদের মনে ক্ষোভ জন্মেছে। আর আসন্ন সিরিজে ভারতকে হারিয়ে সেই ক্ষতে প্রলেপ দেয়ার প্রহর গুনছেন টাইগার ফ্যানরা।বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে ভারতীয় প্রচার মাধ্যমের প্রোমোশনালে টাইগারদের যথেষ্ট সমীহ করা হয়েছে। সফরের জন্য পূর্ন শক্তির দল গঠন করাও প্রমান করেছে সর্বোচ্চ সতর্ক ভারতীয় ক্রিকেট বোর্ড।
অথচ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের আগেও বাংলাদেশকে অবহেলা আর তুচ্ছ করেছিল..ভারতীয় গণমাধ্যম। বিতর্কিত ওই কোয়ার্টার ফাইনাল বলতে গেলে বিশ্বক্রিকেটে কলঙ্কিত এক অধ্যায়ের জন্ম দিয়েছে।
আইসিসিতে ভারতীয়দের প্রভাব; পরবর্তীতে সংস্থাটির সভাপতি আ হ ম মুস্তফা কামালের পদত্যাগ। সবমিলিয়ে বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের মনে চাপা ক্ষোভ জমে গেছে।
পেশাদারিত্বের কারণে ভক্তদের মত আবেগে গা ভাসানো সম্ভব নয় ক্রিকেটারদের। তবে মনে একরকমের জিদ ঠিকই তৈরী হয়েছে।
র্যাঙ্কিংয়ের অষ্টম স্থানটা ধরে রাখার চ্যালেঞ্জ রয়েছে। টাইগার ফ্যানদের আকাশ ছোয়া প্রত্যাশার চাপটাও সামাল দিতে হবে। পারবেন তো সাকিব-মাশরাফিরা?
বাংলাদেশ সময়: ১৭:৪৫:৫১ ২৬৯ বার পঠিত