সোমবার, ৮ জুন ২০১৫
কাঁচের তৈরি ব্রিজ!
Home Page » এক্সক্লুসিভ » কাঁচের তৈরি ব্রিজ!বঙ্গনিউজ ডটকমঃ পাহাড়ের খাদের কিনারে কাঁচের ব্রিজ তৈরি করে তাবৎ বিশ্বকে তাক লাগিয়ে দিলো চীন। চীনের ঝাংজিয়াজি ন্যাশনাল পার্কে গ্রান্ড ক্যানিয়নের উপর এই ব্রিজ তৈরি করেছে দেশটি। ব্রিজের নিচে রয়েছে প্রায় ৩০০ মিটার গভীর খাদ। এটাই পৃথিবীর সবচেয়ে বেশি দৈর্ঘ্যের ও উচুঁ কাচের ব্রিজ।
দূর্বল চিত্তের অধিকারী কেউ এই ব্রিজে উঠলে নিঃশ্বাস আটকে যেতে বাধ্য। ব্রিজের নিচে রয়েছে সবুজ গাছে ঘেরা গভীর খাদ। হঠাৎ তাকালে মনে হতে পারে পায়ের নিচ থেকে পৃথিবীটাই বুঝি সরে গেছে।
লম্বায় ৩৮০ মিটার ও চওড়ায় ৬ মিটার এই দুঃসাহসিক ব্রিজটি তৈরির পরিকল্পনা যার মাথা থেকে বের হয়েছে তিনি হলেন ইসরাইলের বিখ্যাত আর্কিটেক্ট হায়িম দোতান।
কাঁচের এই ব্রিজের দুই দিকেই স্টিলের বিম দিয়ে ঘিরে দেয়া হয়েছে। স্থপতির দাবি অনুযায়ী এই ব্রিজে একসঙ্গে ৮০০ জন মানুষ চলাফেরা করতে পারবে। ব্রিজটি তৈরিতে শক্তপোক্ত গ্লাসের কাঠামো ব্যবহার করা হয়েছে। এছাড়া একটু পর পরই রয়েছে সাসপেন্স কেবল। ঝাংজিয়াজি গ্লাস ব্রিজটি এমনভাবে তৈরি করা হয়েছে যে, বৃষ্টির দিনে দূর থেকে এটিকে অদৃশ্য মনে হবে।
বাংলাদেশ সময়: ১৬:১২:৪২ ৩৫৫ বার পঠিত