সোমবার, ৮ জুন ২০১৫

সম্রাট- দ্য কিং ইজ হেয়ার এ ইন্দ্রনীল সেনগুপ্ত

Home Page » এক্সক্লুসিভ » সম্রাট- দ্য কিং ইজ হেয়ার এ ইন্দ্রনীল সেনগুপ্ত
সোমবার, ৮ জুন ২০১৫



index.jpegবঙ্গনিউজ ডটকমঃ ‘চোরাবালি’ খ্যাত ভারতীয় বাঙালি অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত বলছেন, ঢাকাই সিনেমায় আরও কাজ করতে চান তিনি। তবে সিনেমার বাজেট হতে হবে তার ‘মনের মতো’।সম্প্রতি মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট- দ্য কিং ইজ হেয়ার’ সিনেমার শুটিং করতে ঢাকায় এসেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। সিনেমাতে রাজা চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা।

সিনেমার সেটে কথা হলো ইন্দ্রনীলের সঙ্গে। বললেন, “আমি নিয়মিতভাবে না হলেও ঢাকাই সিনেমাতে কাজ করতে চাই। তবে বাজেট ঠিকঠাক হতে হবে। এর আগে ‘চোরাবালি’র পরে বাংলাদেশের অনেক পরিচালকের সঙ্গে কথা বললেও তাদের সিনেমার বাজেট নিতান্ত কম ছিল। কম বাজেটের সিনেমায় তো আমি অভিনয় করব না।”

“মোস্তফা কামাল রাজ অনেকদিন লেগে ছিল। তার ‘সম্রাট’ সিনেমার রাজা চরিত্রটির জন্য সে আমাকে নানা ভাবে প্রস্তাব দিচ্ছিল। একদিন সে আমার বাড়ি গেল। পুরো সিনেমার চিত্রনাট্য শোনাল। আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম গল্পটি শুনে। গল্প শুনে মনে হল, সত্যি দারুণ কিছু হতে চলছে সিনেমাটি। রাজের সঙ্গে সবকিছু নিয়ে কথা হল। বাজেটের বিষয়টিও জানলাম। সবকিছু ঠিকঠাক ছিল। রাজের প্রস্তাবে তাই রাজি হয়ে গেলাম।”

সিনেমাতে ইন্দ্রনীলের সঙ্গে আরও অভিনয় করছেন শাকিব খান ও অপু বিশ্বাস। ঢাকাই সিনেমার প্রথম সারির এই দুই তারকা সম্পর্কে অবশ্য বেশি কিছু জানা নেই ইন্দ্রনীলের। তাদের কোনো সিনেমাই নাকি তার দেখা হয়নি!

“আমি শাকিব খান আর অপু বিশ্বাসকে নিয়ে জানি, তারা এখন ঢাকাই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকা। ‘চোরাবালি’ করার সময় শাকিব খানকে নিয়ে অনেক কথাবার্তা শুনেছি। তারই নাকি এখন একচেটিয়া রাজত্ব। অপুকে নিয়েও শুনেছি, সে এখন ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াচ্ছে।”

এমনকি ঢাকাই সিনেমার হালহকিকত নিয়েও তেমন অবগত নন ভারতের এই অভিনেতা।

“সত্যি কথা, আমি এখানকার সিনেমার বাজার নিয়ে খুব একটা জানি না। মাত্র তো একটি সিনেমাতে অভিনয় করেছি। ‘সম্রাট’ করতে করতে নিশ্চয়ই অনেক কিছু জেনে যাব। এদেশের সিনেমা নিয়ে আরও ভালোভাবে জানবো।”

পশ্চিমবঙ্গের সন্তান ইন্দ্রনীল সেনগুপ্ত এখন সপরিবারে থাকেন মুম্বাইয়ে। কথায় কথায় জানালেন, তিনি এখন ঝুঁকছেন বলিউডের দিকে। সঙ্গে রয়েছে হিন্দি সিরিয়ালও। সম্প্রতি কাজ করেছেন অনিল কাপুর-মাধুরী দীক্ষিতের সুপারহিট সিনেমা ‘তেজাব’ এর সিক্যুয়াল ‘তেজাব-টু’-এ। অভিনয় করার কথা রয়েছে মাধুর ভান্ডারকারের ‘ক্যালেন্ডার গার্লস’ সিনেমাতেও।

এছাড়াও টালিগঞ্জে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অয়ন চক্রবর্তীর দুটি সিনেমাতে। অয়ন চক্রবর্তীর ‘ষড়রিপু’ সিনেমায় অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী সোহানা সাবা।

টালিগঞ্জের বাজার নিয়েও কথা হলো গ্লিটজের সঙ্গে।

“টালিগঞ্জের বাজার একটু পড়তির দিকে বটে! কিন্তু সৃজিত মুখার্জি, কৌশিকদের অফট্র্যাক সিনেমার কিন্তু আলাদা একটি দর্শক শ্রেণি তৈরি হয়েছে। সিনেমা হলগুলোতে তাদের দেখা যাচ্ছে বেশি। কমার্শিয়াল সিনেমার বাজার একটু খারাপ। এটি কোনো ব্যাপার না। বাজার আবারও ঘুরে দাঁড়াবে নিশ্চয়ই।”

‘সম্রাট’ ছবিতে অভিনয় করছেন ভারতীয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত

‘সম্রাট’ ছবিতে অভিনয় করছেন ভারতীয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত
টালিগঞ্জের বাজার পড়তির দিকে বলেই কি ইন্দ্রনীল আবারও হিন্দি সিরিয়াল আর বলিউডের দিকে ঝুঁকছেন - গ্লিটজের এমন প্রশ্নে ইন্দ্রনীলের তড়িৎ উত্তর, “মোটেই না। এটি মোটেই সত্যি না। আমি অনেকগুলো বাংলা সিনেমা করে ফেলেছি। এবার আমার বলিউডেও থিতু হতে হবে।”

২০০৪ সালে হিন্দি সিনেমা ‘শুকরিয়া- টিল ডেথ ডু আস অ্যাপার্ট’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করা ইন্দ্রনীল টালিগঞ্জে কাজ করতে শুরু করেন ২০০৮ সালে। স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিপরীতে ‘জানালা’ সিনেমার মাধ্যমে বাংলা সিনেমায় তার অভিষেক হয়।

২০১১ সালে সুযোগ আসে ঋতুপর্ণ ঘোষের ‘আরেকটি প্রেমের গল্প’-এ কাজ করার। এর দুই বছর পর ঋতুপর্ণ পরিচালিত সর্বশেষ সিনেমা ‘সত্যান্বেষী’তে অভিনয় করেন।

‘অটোগ্রাফ’, ‘মিশর রহস্য’, ‘অপরাজিতা তুমি’, ‘দশমী’, ‘মিসর রহস্য’, ‘অভিশপ্ত নাইটি’-র মতো সিনেমার এই অভিনেতা বলছেন, তিনি অফট্র্যাক সিনেমার প্রতি বেশি আগ্রহী।

কলকাতায় বড় হওয়া ইন্দ্রনীল ২০০০ সালে পাড়ি জমান মুম্বাইয়ে। মডেলিংয়ের পর নাম লেখান টিভি সিরিয়ালে। অভিনয় করেন ‘পেয়ার কা দো নাম. এক রাধা..এক শ্যাম.’, ‘বানু ম্যাঁয় তেরি দুলহান’, ‘তুমহারি পাখি’সহ বেশকটি সিরিয়ালে। ২০০৪ সালে বলিউডে ক্যারিয়ার শুরুর পর অভিনয় করেছেন ‘মুম্বাই সালসা’, ‘১৯২০’, ‘কাহানি’, ‘সত্যাগ্রহ’র মতো সিনেমায়।

ইন্দ্রনীলের স্ত্রী বর্খা বিশট সেনগুপ্তও একজন অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৬:০৪:১৫   ৪৫১ বার পঠিত