সোমবার, ৮ জুন ২০১৫

এনবিআর এর ট্রান্সফার প্রাইসিং সেল গঠন

Home Page » অর্থ ও বানিজ্য » এনবিআর এর ট্রান্সফার প্রাইসিং সেল গঠন
সোমবার, ৮ জুন ২০১৫



nbr.jpgবঙ্গনিউজ ডটকমঃ বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর কর ফাঁকি ও অর্থ পাচার রোধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি ‘ট্রান্সফার প্রাইসিং সেল’ গঠন করেছে।রোববার এই সেলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।

সভায় সেলের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দিকনির্দেশনা দিয়েছেন এনবিআর প্রধান।

এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো তাদের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে আন্তর্জাতিক লেনদেনের মাধ্যমে মুনাফা স্থানান্তরের নামে কর ফাঁকি ও অর্থ পাচার করে থাকে।

“এটা রোধ করতেই ট্রান্সফার প্রাইসিং সেল গঠন করা হয়েছে।”

‘ট্রান্সফার প্রাইসিং সেলের কার্যক্রম গ্রহনের ফলে আগামী অর্থবছরে রাজস্ব আয় বৃদ্ধি’ পাবে আশা প্রকাশ করে নজিবুর রহমান বলেন, “কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাগত দক্ষতা এবং প্রযুক্তির উৎকর্ষ অর্জনের মাধ্যমে এনবিআর কে নতুন রূপে তুলে ধরতে হবে।”

সভায় ট্রান্সফার প্রাইসিং সেলের কার্যক্রমের অগ্রগতি এবং কর্মকৌশল বিষয়ে একটি সামগ্রিক পরিকল্পনা উপস্থাপন করেন সেলের সমন্বয়ক শব্বির আহমদ।

সভায় সেলের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা অর্জন, করদাতাদের সামগ্রিক বিষয়ে অবহিতকরন প্রভৃতি কার্যক্রম গ্রহনের পাশাপাশি বিশ্বমান বজায় রেখে বহুজাতিক প্রতিষ্ঠান সমূহের অডিট পরিচালনার উপর দিকনির্দেশনা দেন এনবিআর চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:০৬   ৩৯০ বার পঠিত