সোমবার, ৮ জুন ২০১৫
নেসলের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ভারত শিল্পগোষ্ঠী
Home Page » বিশ্ব » নেসলের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ভারত শিল্পগোষ্ঠীবঙ্গনিউজ ডটকমঃ নুডলসে অতিরিক্ত সীসা থাকায় বাজার থেকে তুলে নেয়া ম্যাগি নুডলসের প্রস্তুতকারক বহুজাতিক খাদ্য প্রক্রিয়াজাত শিল্পগোষ্ঠী নেসলের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। রোববার ভারতীয় কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
নেসলের ম্যাগি নুডলসে মাত্রাতিরিক্ত সীসা থাকার একটি প্রতিবেদনের সূত্র ধরে ম্যাগি নুসলসের সব পণ্য সম্প্রতি ভারতীয় বাজার থেকে তুলে নিয়েছে নেসলে।
ভারতের খাদ্য মন্ত্রণালয়ের ভোক্তা সংক্রান্ত বিভাগের এক কর্মকর্তা বলেছেন, “জনস্বাস্থ্যের মতো বিষয় জড়িত থাকায় এটি একটি গুরুতর উদ্বেগের বিষয়। এ বিষয়ে আমাদের আইনি পদক্ষেপ নেয়ার অধিকার আছে।”
ভারতীয় ভোক্তাদের অধিকার রক্ষার জন্য প্রতিষ্ঠা করা আধা বিচারিক ক্ষমতাসম্পন্ন ন্যাশনাল কনজ্যুমার ডিসপিউটস রেডরেস্যাল কমিশনের (এনসিডিআরসি) মাধ্যমে এ ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে।
দাবির বিষয়টি পর্যালোচনা করে ক্ষতির পরিমাণ নির্ণয় করবে এনসিডিআরসি।
কর্মকর্তারা জানিয়েছেন, নেসলের বিরুদ্ধে অনায্য ব্যবসায়িক পন্থা অনুসরণের অভিযোগ আনা হয়েছে।
ভারতীয় সরকার এই প্রথম কোনো বহুজাতিক কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করলো বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।
তবে রোববার পর্যন্ত এ ধরনের কোনো আইনি নোটিশ পাননি বলে জানিয়েছেন নেসলে ইন্ডিয়ার একজন মুখপাত্র। বিষয়টি নিয়ে কোনো মন্তব্যও করেননি তিনি।
ভারতীয় খাদ্য মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, মামলাটি আমলে নেওয়ার পরই নেসলেকে নোটিশ দেবে এনসিডিআরসি। আগামী সপ্তাহেই তা হতে পারে বলে জানিয়েছেন তারা।
দামে সস্তা ম্যাগি নুডলস ভারতে অত্যন্ত জনপ্রিয়। দেশটির নুডলস চাহিদার ৮০ শতাংশই যোগান দিত নেসলে।
কিন্তু মে মাসে দেশটির একটি আঞ্চলিক খাদ্যমান নিয়ন্ত্রক সংস্থা জানায়, তারা ম্যাগি ইনস্টান্ট নুডলসের কয়েকটি প্যাকেটে মাত্রাতিরিক্ত সীসা ও মনোসোডিয়াম গ্লুটামেট (এমএসজি) পেয়েছেন।
তারপর বেশ কয়েকটি রাজ্যের নিয়ন্ত্রক সংস্থাও একই কথা জানালে ভারতজুড়ে চাপের মুখে পড়ে নেসলে। নিজেদের পণ্যকে নিরাপদ দাবি করার পরও শুক্রবার ভারতের বাজার থেকে ম্যাগি নুডলসের সব পণ্য সাময়িকভাবে তুলে নেয়ার কথা জানায় কোম্পানিটি।
বাংলাদেশ সময়: ১৫:৫০:৫০ ৩৫৫ বার পঠিত