রবিবার, ৭ জুন ২০১৫

রাজশাহীর তিন তরুণীকে গাজীপুর থেকে উদ্ধার আটক তিন

Home Page » প্রথমপাতা » রাজশাহীর তিন তরুণীকে গাজীপুর থেকে উদ্ধার আটক তিন
রবিবার, ৭ জুন ২০১৫



gazipur_map.jpgবঙ্গনিউজ ডটকমঃ চাকরির প্রলোভনে বিদেশে নেওয়ার কথা বলে নিয়ে যাওয়া রাজশাহীর গোদাগাড়ী উপজেলার তিন তরুণীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার রাতে কালিয়াকৈর উপজেলার ডাইকিনি গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় পাচারকারী চক্রের সদস্য সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার তরুণীদের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বংপুর গ্রামে। তাদের বয়স ১৬ ও ১৭ বছরের মধ্যে। শনিবার দুপুরে রাজশাহীর পুলিশ সুপারের কার্যালয়ে গ্রেপ্তার নারীসহ ওই তিন তরুণীকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

রাজশাহীর পুলিশ সুপার আলমগীর কবির সাংবাদিকদের জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাকরি দেওয়ার নাম করে গত ১৮ মে ডাইকিনি গ্রামের গ্রেপ্তার হওয়া নারী এই তিন তরুণীকে গাজীপুর নিয়ে যায়।

কিন্তু বিদেশে নেওয়ার বিনিময়ে কোনো টাকা না নেওয়া বা পাসপোর্ট ছাড়াই তাদের নিয়ে যাওয়া হয়। এতে তাদের পরিবারের লোকজনের সন্দেহ হলে তারা গোদাগাড়ী থানা পুলিশকে জানান।

এসপি আলমগীর জানান, মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে শুক্রবার রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ডাইকিনি গ্রামের রজব আলী ওরফে মজনুর বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক নারী জানান, নন্দন পার্ক এলাকার জীবন, লতিফ ওরফে কাজেম ও রমজানের কথামতো ওই তিনজনকে গাজীপুরে নিয়ে যাওয়া হয়েছিল।

এ ঘটনায় উদ্ধার তরুণীদের একজনের বাবা বাদী হয়ে সকালে গোদাগাড়ী থানায় মানব পাচার প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১১:২০:৪৭   ২৬২ বার পঠিত