বৃহস্পতিবার, ৪ জুন ২০১৫
এক ঘণ্টায় ৪৯ হাজার ৬৭২টি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড
Home Page » এক্সক্লুসিভ » এক ঘণ্টায় ৪৯ হাজার ৬৭২টি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ডবঙ্গনিউজ ডটকমঃ ভুটানের একদল স্বেচ্ছাসেবক এক ঘণ্টায় ৪৯ হাজার ৬৭২টি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করেছে। তিন বছর আগে ভারতের গড়া রেকর্ড ভেঙে নতুন এই রেকর্ড করলো তারা। ভুটানের সরকার বরাবরই দেশটির পরিবেশ সংরক্ষণের ব্যাপারে গুরুত্ব দিয়ে আসছে। ভুটানে ৭৫ শতাংশ বনভূমি। গাছ লাগানো কর্মসূচির আয়োজকদের একজন কারমা শেরিং বলছিলেন পুরো দেশ এ বিশ্ব রেকর্ডের ঘটনায় খুশি, এই ঘটনা এটাই প্রমাণ করে আমাদের তরুণ প্রজন্ম একটা পরিষ্কার ও সবুজ ভবিষ্যৎ চায়।বৌদ্ধ ধর্মাবলম্বীর এই দেশটি ভারত ও চীনের ঠিক মাঝখানে। দেশটি বহির্বিশ্বের ঝামেলা থেকে নিজেদের রক্ষা করার জন্য মাত্র এক দশক আগে টেলিভিশন ও ইন্টারনেট সংযোগের অনুমতি দেয় দেশটির ভিতরে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভুটানের গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করার বিষয়টি বেশ প্রশংসিত হচ্ছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট ভুটানের এই অর্জনের বিষয়টি উল্লেখ করেছে। স্বেচ্ছাসেবক দলের একজন শেরাব দর্জি বলছিলেন তারা এক সপ্তাহ ধরে দ্রুত গাছ লাগানোর বিভিন্ন কৌশলগুলো চর্চা করেছেন। এই গাছ লাগানো দলে ১০০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।
সূত্র : বিবিসি
বাংলাদেশ সময়: ১১:৫১:২৩ ৩৬৭ বার পঠিত