বুধবার, ৩ জুন ২০১৫

আত্মসমর্পণ করলেন মানবপাচারে জড়িত থাই জেনারেল

Home Page » আজকের সকল পত্রিকা » আত্মসমর্পণ করলেন মানবপাচারে জড়িত থাই জেনারেল
বুধবার, ৩ জুন ২০১৫



1433335644thai-general-mtnews24.jpgবঙ্গনিউজ ডটকমঃ মানবপাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির পর আত্মসমর্পণ করলেন থাইল্যান্ডের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মানস কংপান। বুধবার ব্যাংককে ন্যাশনাল পুলিশের সদর দপ্তরে আত্মসমর্পণ করেন তিনি।

সেনাবাহিনীর আইন কর্মকর্তাদের সঙ্গে ব্যাংকক সময় বেলা ১১টার দিকে তিনি পুলিশ প্রধান সমিয়ত পুম্পুনমুয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য শংখলার প্রাদেশিক পুলিশ অঞ্চল-৯ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

মানবপাচারে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের মধ্যে মানস কংপানই সর্বোচ্চ পদের কোনো কর্মকর্তা, যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর আত্মসমর্পণ করতে বাধ্য হন। রোববার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

থাই-মালয়েশিয়া সীমান্তবর্তী এলাকা পেনডেং বেসার এলাকার পুলিশের কাছে আত্মসমর্পণের আগে টেলিফোনে সংবাদকর্মীদের তিনি বলেন, আমি আইনের আশ্রয়ে যাচ্ছি। সব ক্ষেত্রেই আমি কর্মকর্তাদের সহযোগিতা করতে চাই। আদালত কী সিদ্ধান্ত দিল সে বিষয়েআমি মোটেই চিন্তিত নই। আমি আদালতের সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত।

আত্মসমর্পণ করা জেনারেলের বিরুদ্ধে বাংলাদেশ ও মিয়ানমার থেকে মানবপাচারের অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫১:০৪   ৩৫২ বার পঠিত