বুধবার, ২২ মে ২০১৩

দ্রাবিড়, শিল্পা ও তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

Home Page » খেলা » দ্রাবিড়, শিল্পা ও তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ
বুধবার, ২২ মে ২০১৩



2013-05-17-14-59-18-519645c6dab64-shilpa-dravid-2.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ আইপিএলে স্পট ফিক্সিংয়ের ব্যাপারে বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুলিশ। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আজ শুক্রবার এ খবর জানিয়েছে ভারতীয় দৈনিক ‘টাইমস নাউ’।
শিল্পা ও কুন্দ্রা যৌথভাবে রাজস্থান রয়্যালসের মালিক। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে রাজস্থানের অধিনায়ক রাহুল দ্রাবিড়কেও। তবে জিজ্ঞাসাবাদের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
পুলিশ সূত্র জানায়, ৩ মে আইপিএলে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচটি নিয়ে ‘সন্দেহ’ রয়েছে। ইডেন গার্ডেনের উইকেট ছিল স্পিনবান্ধব। অথচ কমসংখ্যক স্পিনার নিয়ে খেলেছে রাজস্থান। ওই ম্যাচে রাজস্থান ৮ উইকেটে হেরে যায়। মূলত, এই ম্যাচটি নিয়েই শিল্পা, কুন্দ্রা ও দ্রাবিড়কে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত কর্মকর্তারা সন্দেহ করছেন, সেখানে ম্যাচ ফিক্সিংয়ের মতো ঘটনা ঘটে থাকতে পারে।
স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার ভোরে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার—শ্রীশান্ত, অজিত চান্ডিলা ও অঙ্কিত চাভানকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের পাঁচ দিনের হেফাজতে নেওয়া হয়। দিল্লি পুলিশের পদস্থ কর্মকর্তাদের একটি বিশেষ দল তাঁদের জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে এরই মধ্যে দোষ স্বীকার করে নিয়েছেন চাভান ও শ্রীশান্ত। তবে অজিত চান্ডিলা এখনো নিজেকে নির্দোষ দাবি করছেন।

বাংলাদেশ সময়: ১৪:২৭:২৩   ৫৯৭ বার পঠিত