বুধবার, ৩ জুন ২০১৫

শবে বরাতের রাতে বাসে পেট্রোল বোমা; দগ্ধ ৫

Home Page » প্রথমপাতা » শবে বরাতের রাতে বাসে পেট্রোল বোমা; দগ্ধ ৫
বুধবার, ৩ জুন ২০১৫



image_128460_0.jpgবঙ্গ-নিউজঃ কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শবে বরাতের রাতে একটি বাসে ‘নাশকতার’ আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন।
ঢাকা থেকে রাঙামাটিগামী ইউনিক পরিবহনের বাসটিতে পেট্রোল বোমা ছোড়া হয়ে থাকতে পারে বলে চান্দিনা থানার ওসি রসুল আহমেদ নিজামীর ধারণা।

তিনি বলেন, “মঙ্গলবার রাত ১২টার দিকে চান্দিনা উপজেলা সদর এলাকার পাট গবেষণা কেন্দ্রের সামনে কয়েকজন দুর্বৃত্ত বাইরে থেকে বাসে কিছু ছুড়ে মারলে আগুন ধরে যায়।”

বাসের একটি জানালার কাচ ভাঙা পাওয়া গেছে জানিয়ে ওসি বলেন, “দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি তিনি।

দগ্ধ পাঁচজনের মধ্যে রাঙামাটির সদর উপজেলার অঞ্জন দে ও রনজিত শর্মাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাঙামাটির বনরূপা এলাকার সুমন চন্দ্র দেবনাথ, গোপালগঞ্জের মো. ইমরান ও ঝিনাইদহের বজলুর রহমানকে ভর্তি করা হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে।

এছাড়া আহত তিনজনের মধ্যে খোকন নামে রাঙামাটির একজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জের জহিরুল ও তার স্ত্রী লাভলি স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০:৩৮:৩৮   ৩৪১ বার পঠিত