মঙ্গলবার, ২ জুন ২০১৫
আশুলিয়া ব্যাংক ডাকাতি : গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার
Home Page » প্রথমপাতা » আশুলিয়া ব্যাংক ডাকাতি : গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারবঙ্গনিউজ ডটকমঃ আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। এসব তথ্যে জানা যায়, কাগজে নকশা এঁকে পরিকল্পনা করেই সাভারের আশুলিয়ায় কমার্স ব্যাংকের শাখায় হানা দেয় ডাকাতদল। ডাকাতির পর টঙ্গীর আউশপাড়ার একটি একতলা বাড়ি থেকে উদ্ধার করা এমন দুটি নকশার একটি পরীক্ষা করে ব্যাংক ডাকাতির অপারেশনের ছক উদঘাটনের দাবি করেছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের সহকারী সুপার নাজমুল হাসান ফিরোজ জানান, ওই নকশার সঙ্গে ব্যাংকের দ্বিতীয় তলার নকশার হুবহু মিলে রয়েছে। নকশায় ‘গোল’ চিহ্ন দিয়ে মানুষ, ‘টয়’ দিয়ে টয়লেট, ‘এমজি’ দিয়ে ব্যাংক ম্যানেজারের কক্ষকে বোঝানো হয়েছে। এ ছাড়া নকশায় ব্যাংকে ঢোকার ও বের হওয়ার পথও চিহ্নিত করা রয়েছে। অন্য নকশাটিরও রহস্য উদঘাটনের চেষ্টা চলছে জানিয়ে নাজমুল বলেন, “তা করা সম্ভব হলে আরও অনেক তথ্য বেরিয়ে আসতে পারে।”
গত ২১ এপ্রিল দুপুরে বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া বাজার শাখায় ঢুকে বোমা মেরে, গুলি চালিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ব্যাংকের ব্যবস্থাপক, নিরাপত্তারক্ষীসহ তিনজনকে হত্যা করে ক্যাশ থেকে টাকা লুট করে ডাকাতরা। ডাকাতি করে বেরিয়ে যাওয়ার সময় স্থানীয়রা প্রতিরোধ করলে ডাকাতদের গুলি ও বোমায় আরও চারজন নিহত হন। এ ছাড়া জনতার ধাওয়ার মুখে সন্দেহভাজন ডাকাতদের দুজন মোটরসাইকেল থেকে পড়ে গেলে গণপিটুনিতে নিহত হন একজন। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর হাসপাতালে মারা যান।
রোমহর্ষক ওই ডাকাতির ধরন দেখে পুলিশ কর্মকর্তারা জঙ্গিদের জড়িত থাকার সন্দেহের কথা বলে আসছিলেন। ডাকাতির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১১ জনের মধ্যে বেশ কয়েকজন নিষিদ্ধ জঙ্গি সংগঠন সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলেও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। সর্বশেষ শনিবার রাতে মাহফুজুল ইসলাম শামীম ওরফে সুমন নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ, যে আনসারুল্লাহর শীর্ষপর্যায়ের নেতা এবং ব্যাংক ডাকাতির ‘অপারেশন কমান্ডার’ ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। নাজমুল হাসান ফিরোজ বলছেন, শামীমের আউশপাড়ার ভাড়া বাসায় বসেই ডাকাতির পরিকল্পনা হয়। পরে তার নেতৃত্বেই ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৯:৫৪:৫৬ ৩৩১ বার পঠিত