সোমবার, ১ জুন ২০১৫
বাংলাদেশ থেকে মালদ্বীপের চিকিৎসক নেওয়ার আগ্রহ
Home Page » আজকের সকল পত্রিকা » বাংলাদেশ থেকে মালদ্বীপের চিকিৎসক নেওয়ার আগ্রহবঙ্গনিউজ ডটকমঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করে বাংলাদেশ থেকে মালদ্বীপের চিকিৎসক নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন দেশটিতে ঢাকার নিযুক্ত হাই কমিশনার রিয়ার এডমিরাল কাজী সারোয়ার হোসেন।রোববার বিকালে হাইকমিশনার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতে এই বিষয়টি জানান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম।
তিনি বলেন, “সারোয়ার হোসেন হাই কমিশনের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এসময় তিনি জানান, মালদ্বীপ বাংলাদেশ থেকে আরও ৬৭ জন চিকিৎসক নেবে এবং এর নিয়োগ প্রক্রিয়া চলছে।”
মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণে ফ্রি-ফ্রাইডে ক্লিনিক ও বাংলাদেশ কমিউনিটি ক্লাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও রাষ্ট্রপতিকে জানানো হয়।
রাষ্ট্রপতি ভ্রাতৃপ্রতীম দুই দেশের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার তাগিদ দেন এবং সেদেশে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিতের আহ্বান জানান।
হাই কমিশনার রাষ্ট্রপতিকে জানান, বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাণিজ্য, অর্থ ও মৎস্যবিষয়ক তিনটি যৌথ কমিশন স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ হাই কমিশনের নিজস্ব ওয়েবসাইট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া বর্তমানের চেয়ে দ্বিগুণ যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) ইস্যু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান হাই কমিশনার।
বাংলাদেশ সময়: ১০:৫৫:৩৬ ৩১২ বার পঠিত