শনিবার, ৩০ মে ২০১৫

মাইকেল জ্যাকসনের খামারবাড়ি নেভারল্যান্ড বিক্রি হয়ে যাচ্ছে

Home Page » এক্সক্লুসিভ » মাইকেল জ্যাকসনের খামারবাড়ি নেভারল্যান্ড বিক্রি হয়ে যাচ্ছে
শনিবার, ৩০ মে ২০১৫



untitled-21_140220.jpgবঙ্গনিউজ ডটকমঃক্যালিফোর্নিয়ায় দুই হাজার ৭০০ একরের মধ্যে নির্মিত প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনের খামারবাড়ি নেভারল্যান্ড বিক্রি হয়ে যাচ্ছে। এরই মধ্যে ১০ কোটি ডলারে উঠেছে বাড়িটির দাম। গতকাল শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল এ কথা জানিয়েছে। ক্রেতাদের মধ্যে প্রখ্যাত পপ তারকা নোয়েল বিয়ন্স এবং জে জের নামও শোনা যাচ্ছে।
জ্যাকসন ১৯৮৭ সালে এক কোটি ৯৫ লাখ ডলারে এই খামারবাড়ি ক্রয় করেছিলেন। এতদিন এই বাড়ি সাড়ে তিন কোটি ডলারের মতো অল্প দামেই বিক্রি হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছিল। সান্তা বারবারার কাছাকাছি এলাকায় ছিল এই খামারটির অবস্থান। সেখানে একটি চিড়িয়াখানাও ছিল। ছিল বিনোদনের জন্য নানা রাইড এবং সযত্ন নির্মিত উদ্যান। এটির মধ্যে ২২টি ভবন ছিল। অনেক আগেই চিড়িয়াখানা থেকে নিরাপদ স্থানে জীবজন্তুদের সরিয়ে নেওয়া হয়েছে। এরই মধ্যে সম্পত্তির হাতবদল হয়েছে। এখন এর নাম সাইকামোর ভ্যালি রেঞ্জ। একটি বিনিয়োগ সংস্থা স্থানটির খোলনলচে পাল্টে ফেলেছে।
নেভারল্যান্ডের খামারটির ব্যাপক রদবদল করা হলেও দুটি কৃত্রিম হ্রদের মাঝখানে এখনও ১২ হাজার বর্গমিটারের মূল বাড়িটা রয়েছে। এর ছয় বেডরুম ও স্টাফ কোয়ার্টার। দুটি অতিথি ভবন আছে। অতিথি ভবন দুটির একটিতে রয়েছে চারটি বেডরুম এবং অন্যটিতে আছে দুটি। কাবানা, বাস্কেটবল ও টেনিস খেলার মাঠ, একটি সুইমিংপুল ছাড়াও বিবিকিউর জন্য নির্ধারিত একটি চত্বর রয়েছে। এখনও ৫০ আসনের মুভি থিয়েটারটি অক্ষত আছে, যেখানে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে মুভি উপভোগের সুযোগও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১২:০৩   ৪২৩ বার পঠিত