শনিবার, ৩০ মে ২০১৫
লিবিয়া উপকূল থেকে ৩ হাজার ৩০০ অভিবাসন উদ্ধার
Home Page » আজকের সকল পত্রিকা » লিবিয়া উপকূল থেকে ৩ হাজার ৩০০ অভিবাসন উদ্ধারবঙ্গনিউজ ডটকমঃ লিবিয়া উপকূল থেকে শুক্রবার ৩ হাজার ৩০০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইটালির নৌবাহিনী। এসময় ৩টি নৌকা থেকে ১৭ জনের মৃতুদেহ উদ্ধার করা হয়েছে।
মাইগ্রেশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন(আইওএম) জানিয়েছে চলতি বছর অর্থাৎ ২০১৫ সালে সাগর পাড়ি দিতে গিয়ে কমপক্ষে এক হাজার ৮২৬ জন অভিবাসী মারা গেছে। যা গত বছরের চেয়ে ৩০ গুণ বেশি।
ইটালিয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যেখান থেকে অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে সেটি লিবিয়া উপকূলের কাছাকাছি। এ উদ্ধার অভিযানে আইরিশ, জার্মান ও বেলজিয়ামের জাহাজ অংশগ্রহণ করেছে বলেও দেশটির সংবাদপত্রের খবরে জানানো হয়।
জাতিসংঘ জানিয়েছে চলতি বছরের শুরু থেকে এপ্রিল পর্যন্ত ৪০ হাজার মানুষ সাগর পাড়ি দেয়ার চেষ্টা করেছে।
এসব অভিবাসীদের মধ্যে সিরিয়া, ইরিত্রিয়া, নাইজেরিয়া ও সোমালিয়ার লোকজন বেশি। তারা প্রচন্ড দারিদ্রতার কারণেই সাগর পাড়ি দিয়ে অন্যত্র যাওয়ার চেষ্টা করছে। সূত্র : বিবিসি।
বাংলাদেশ সময়: ১১:১৪:৩৩ ৩৮২ বার পঠিত